বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে জানিয়েছেন যে, তিনি যখন গর্ভবতী ছিলেন, তখন প্রযোজকরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। রাধিকা দাবি করেছেন যে, দেশের প্রযোজকরা নাকি তাঁর গর্ভাবস্থার খবর শুনে খুশি হননি। অন্যদিকে, বিদেশী প্রযোজকরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন। রাধিকা আরও জানিয়েছেন যে, একজন প্রযোজক তাঁকে ডাক্তার দেখাতে যেতে দেননি।
আরও পড়ুন: 'এখন ভয়ও পাচ্ছি…' কী কারণে ভয় পাচ্ছেন 'সাইয়ারা'র নায়িকা অনীত?
আরও পড়ুন: লংগেস্ট ওয়ান-শট ছবি আনছেন অংশুমান প্রত্যুষ? মুকুল, সৈকত ছাড়া আর কে কে থাকছেন?
নেহা ধুপিয়ার ‘ফ্রিডম টু ফিড’ লাইভ এসে রাধিকা বলেন, ‘আমি যে ভারতীয় প্রযোজকের সঙ্গে কাজ করছিলাম তিনি আমার গর্ভাবস্থার খবরে খুশি হননি। আমার ওজন বেড়ে যাওয়া সত্ত্বেও তিনি আমাকে টাইট পোশাক পরতে বাধ্য করেছিলেন।’
আরও পড়ুন: ‘মহাবতার নরসিংহ’ ছাড়িয়ে গেল ‘সাইয়ারা’র আয়কে! বক্সঅফিসে কোন ছবির কেমন কালেকশন?
আরও পড়ুন: বৃদ্ধার হাতে চুমু রণবীরের, করলেন প্রণামও! নায়ককে ভালোবাসায় ভরে দিলেন নেটিজেনরা
রাধিকা আরও বলেন, ‘আমি তিন মাসের গর্ভবতী ছিলাম। আমার প্রচণ্ড খিদে পেত, তাই আমি প্রচুর খেতাম এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন, কিন্তু আমার দিকটা বোঝার পরিবর্তে, সেই প্রযোজক আমাকে নানা ভাবে বিব্রত করতেন। আমি তা সহ্য করতাম, কিন্তু যখন সেটে ব্যথা হত, আমি অস্বস্তি বোধ করতাম, তখন তিনি আমাকে ডাক্তার দেখাতে যেতেও দেননি। তাঁর এই আচরণ আমাকে সত্যিই হতাশ করেছিল।’
আরও পড়ুন: 'বাথরুমে গিয়ে কেঁদে এসেছি…', দেবের নাম না করেই বিচ্ছেদের স্মৃতি উসকে যা বললেন শুভশ্রী
আরও পড়ুন: TRP List: পরশুরাম আউট, রানী ভবানী নতুন টিআরপি টপার! পরিণীতা ২-এ, নম্বর বাড়ল চিরসখার
সাক্ষাৎকারের সময়, রাধিকা হলিউডের একজন চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নেন। রাধিকা জানান হলিউডের চলচ্চিত্র নির্মাতাকে যখন তিনি জানান যে, তিনি গর্ভবতী এবং তাঁর ওজন বাড়ছে, তখন চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘এতে কিছু যায় আসে না। আপনি গর্ভবতী এবং এই সব কিছুই স্বাভাবিক।’
আরও পড়ুন: সিনেমায় রজনীকান্তের ৫০ বছর, বিশেষ উৎসব অভিনেতার মন্দিরে, সাজানো হল ৫৫০০ ছবি দিয়ে
আরও পড়ুন: সাইয়ায়া ঝড়ে গুঁড়িয়ে গেল তানভি, হেরে গিয়েও অনুপম বললেন, ‘ যদি টাকাই সব…’