বাংলা নিউজ > বায়োস্কোপ > Rachana Banerjee: গালে চকাস করে চুমু খেলেন রচনা! ‘আর ধুচ্ছি না’, শপথ নিলেন জি বাংলার এই তারকা
ভোটের ময়দানে নিজেকে উজার করে দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সারাদিন প্রচার চালাচ্ছেন হুগলির সাংসদ পদপ্রার্থী। তবে নিজের অপর দায়িত্বেও অবিচল তারকা। প্রচারের ফাঁকে সময়বার করে দিদি নম্বর ১-এর শ্যুটিং সারছেন তিনি। দিনভর প্রচার সামলে রাতে দিদি নম্বর ১-এর সেটে হাজির হচ্ছেন অভিনেত্রী। ক্লান্ত হলেও পর্দায় তাঁর প্রতিফলন ধরা পড়ছে না। এবার দিদি নম্বর ১-এর শ্যুটিংয়ের ফাঁকেই ঘটল আজব ঘটনা!