কেবল ব্যাডমিন্টন কোর্ট নয়। তার বাইরেও জীবনে রীতিমত ছড়ি ঘোরাতে পারেন যে এদিন এটাই প্রমাণ করলেন পিভি সিন্ধু। সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন পিভি সিন্ধু। ধীরে ধীরে তাঁর বিয়ের একাধিক ছবি, ভিডিয়ো প্রকাশ্যে আসছে। এদিন দেখা গেল ব্যাডমিন্টন তারকা তাঁর সঙ্গীত অনুষ্ঠানে কেমন সেজেছিলেন, কী পরেছিলেন। পিভি সিন্ধুর সঙ্গীতের একাধিক ছবি ভাইরাল হয়েছে এদিন।
আরও পড়ুন: তুঙ্গে খাদান বনাম সন্তানের চর্চা, তার মাঝেই দেব বললেন, 'আমার কাছে SVF মানেই...'
পিভি সিন্ধুর সঙ্গীত
ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু তাঁর সঙ্গীত অনুষ্ঠানে পরেছিলেন আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করা একটি ব্যাকলেস গাউন। আর সেই পোশাককে যে তিনি দারুণ ভাবে ক্যারি করেছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না।
পিভি সিন্ধুর এই গাউনে ছিল প্লাঞ্জিং নেকলাইন। সঙ্গে পান্নার রঙের এই গাউনে ছিল একটা দারুণ শিমারি লুক। এই পোশাকের সঙ্গে পিভি সিন্ধু পরেছিলেন সিলভার কানের এবং একটি ব্রেসলেট। চুলটা টেনে একটি পনিটেল করেছিলেন তিনি। বেশ উজ্জ্বল পার্টি মেকআপ লুকে দেখা যায় তাঁকে। ছিল সবুজ রঙের স্মোকি আইজ। নিউড লিপস্টিক পরেছিলেন।
এদিন সিন্ধুর সঙ্গে কন্ট্রাস্টে ভেঙ্কট দত্ত পরেছিলেন নীল পোশাক। নীল শার্ট এবং প্যান্টের সঙ্গে সিলভার শিমারি কোট পরেছিলেন তিনি। ফলে দুজনেই যে এদিন একেবারে পার্টি মুডকে পোশাকের মাধ্যমে তুলে ধরেছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না।
পিভি সিন্ধুর বিয়ে
২২ ডিসেম্বর নিকট বন্ধু, আত্মীয়, পরিবারের লোকজন ছাড়াও একাধিক মন্ত্রী, সহ তারকারা উপস্থিত ছিলেন নবদম্পতিকে আশীর্বাদ জানানোর জন্য। এদিন পিভি সিন্ধুর বিয়ের ছবি পোস্ট করেন খোদ সংস্কৃতি এবং ট্যুরিজমের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বিয়ের সাজে একেবারেই চেনা যাচ্ছিল না পিভি সিন্ধুকে। উদয়পুরে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। অনুষ্ঠিত হয়ে গিয়েছে তাঁদের রিসেপশনও। জানা গিয়েছে সেখানে সচিন তেন্ডুলকর থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সহ একাধিক তারকা, খ্যাত নামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বিয়েতে পিভি সিন্ধু পরেছিলেন আইভরি রঙের সিল্কের শাড়ি। সঙ্গে ছিল ভরাট কাজ। সঙ্গে রীতি মেনে গা ভর্তি গয়না, মালায় সেজেছিলেন। অন্যদিকে ভেঙ্কট পরেছিলেন আইভরি রঙের ধুতি, পঞ্জাবি এবং ওড়না।