
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
'তুমি আসে পাশে থাকলে'র মেকআপ রুম। আর সেখানেই বন্দি দুই অভিনেত্রী। একজন পুষ্পিতা মুখোপাধ্যায়, আরেকজন নবনীতা দাস। কিন্তু একী! মেকআপ রুমে একান্তে এসব কী করছিলেন দুজনে! সেই মুহূর্তটিও ক্যামেরাবন্দি হয়েছে।
কী আছে সেই ভিডিয়োতে?
ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেকআপ রুমের সোফায় উপুড় হয়ে শুয়ে রয়েছেন নবনীতা। তাঁর গায়ের উপর চড়ে রয়েছেন পুষ্পিতা। আর নবনীতার মুখ থেকে তখন বের হয়ে আসছিল ‘আহ, উহ’ আওয়াজ। এসব কী! পুষ্পিতা সেসব শুনে নবনীতাকে বললেন, ‘এইরকম অসভ্যের মতো আওয়াজ করবি না, তাহলে আমি বাজেভাবে কেস খেয়ে যাব…’। এরপর ক্যামেরা চলছে দেখেই হা হা করে হেসে ফেললেন পুষ্পিতা।
নাহ অন্যরকম কিছু ভাববেন না যেন, পুরো বিষয়টিই আসলে ঘটেছিল মজার ছবি। ভিডিয়োটি পুষ্পিতাই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। আর তাতে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন, ‘এটা কি হচ্ছে!’ আবার অনেকেই বিষয়টা নিয়ে শুধুই হেসেছেন।
আরও পড়ুন-'রচনার কাণ্ডকারখানা কমেডি শোকেও হার মানায়', হুগলির TMC প্রার্থীকে আক্রমণ পাপিয়া অধিকারীর
প্রসঙ্গত, 'তুমি আসে পাশে থাকলে' সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অঙ্গনা বসু, রোহন ভট্টচার্য, নবনীতা দাস। এই ধারাবাহিকে অঙ্গনাই মূল নায়িকা। এতদিন পার্বতী ও পারো, তিনিই দ্বৈত চরিত্রে অভিনয় করতেন। আর সম্প্রতি ধারাবাহিকে দ্বিতীয় নায়িকা হিসাবে এন্ট্রি নিয়েছেন নবনীতা দাস। তাঁকেই এখন পারোর চরিত্রে দেখা যাচ্ছে। সিরিয়ালে পারোর সঙ্গে দেব, অর্থাৎ নায়ক রোহন ভট্টাচার্যের বিয়ে দেখানো হয়েছিল। আর পার্বতীর সঙ্গে আগেই বিয়ে হয়েছিল দেবের। এভাবেই চলছে এই সিরিয়ালের গল্প।
ধারাবাহিকে পার্বতী-পারোর শাশুড়ির ভূমিকায় রয়েছেন পুষ্পিতা মুখোপাধ্যায়। সিরিয়ালের গল্পে তিনি কিন্তু বেশ খারাপ শাশুড়ি। পার্বতী, পারোকে নাজেহাল করে মারছেন। তবে সিরিয়ালের গল্পে যতই ঝগড়া হোক না কেন, আসলে বউমাদের সঙ্গে যে রিয়েল লাইফে বেশ ভালোই সম্পর্ক,পুস্পিতার পোস্টে সেটাই প্রমাণিত হল আরও একবার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports