
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
তাঁর চলন-বলন, তাঁর স্টাইল- এখনও ঘরে ঘরে ভাইরাল। আট থেকে আশি সকলেই একডাকে চেনে পুষ্পা রাজ-কে। ফিরছেন তিনি। কবে? সেই ঘোষণা সেরে ফেললেন আল্লু অর্জুন। করোনা পরবর্তী সময়ে আক্ষরিক অর্থে দেশবাসীকে হলমুখী করেছিল দক্ষিণী তারকা আল্লু অর্জুনের এই ছবি। আঞ্চলিকতার সব সীমারেখা ছাড়িয়ে গোটা দেশ মজেছিল পুষ্পা ম্যাজিকে। সেই ম্যাজিক এখনও অটুট ভক্তদের মনে, কবে আসবে পুষ্পা ২ ছবি? সদ্যই জাতীয় পুরস্কারের মঞ্চে ইতিহাস রচে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘পুষ্পা’ আল্লু অর্জুন। আর এবার ছবির সিকুয়েলের রিলিজ ডেট জানিয়ে দিলেন নায়ক। আরও পড়ুন-দ্বিতীয়বার বাবা হলেন সারেগামাপা খ্যাত অনীক ধর! একরত্তির প্রথম ছবি প্রকাশ্যে, ছেলে হল না মেয়ে?
'পুষ্পা ২- দ্য রুল' মুক্তি পেতে চলেছে ২০২৪-এর ১৫ই অগস্ট। অর্থাৎ স্বাধীনতা দিবসে 'সিংহম' অজয় দেবগণের মুখোমুখি হবেন পুষ্পা রাজ। দুই সুপারস্টারের টক্করে বক্স অফিসের লড়াই জমে উঠতে তা স্পষ্ট। রোহিত শেট্টি আগেই জানিয়েছিলেন ওই তারিখেই মুক্তি পাবে ‘সিংহম এগেন’। এদিন পুষ্পার প্রযোজনা সংস্থার তরফে ছবির নতুন পোস্টার শেয়ার করে বলা হয়, ‘বক্স অফিস দখল করতে পুষ্পা ফিরছে ২০২৪-এর ১৫ অগস্ট’।
সেই পোস্টারে নজরে এল পুষ্পার রক্তমাখা হাত। কড়ে আঙুলে লাল নেলপলিশ, তর্জনী,অনামিকা ও কনিষ্ঠায় সুবিশাল আংটি, হাতে জুড়ে সোনার ব্রেসলেট। আল্লু অর্জুনের ৪১তম জন্মদিনে নায়কের লুক সামনে এসেছিল। সেই লুকেরই ক্লোজ-আপ ঝলক এটি।
পুষ্পার সুবাদে প্যান ইন্ডিয়া সুপারস্টারে পরিণত হয়েছেন আল্লু অর্জুন তা বলার অপেক্ষা রাখে না। ছবির দ্বিতীয়ভাগও পরিচালনার দায়িত্বে থাকছেন সুকুমার। আল্লুর পাশাপাশি ‘শ্রীবল্লি’ রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফসিলকেও দেখা যাবে 'পুষ্পা ২- দ্য রুল'-এ। পুষ্পার গান কম্পোজ করে জাতীয় পুরস্কার জিতেছেন দেবী শ্রী প্রসাদ। আইটেম সং 'ও আন্তাভা'-তে সামান্থার নাচ এখনও সুপারভাইরাল। দ্বিতীয়ভাগের সঙ্গীতের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। এই মুহূর্তে রমরমিয়ে চলছে ‘পুষ্পা ২- দ্য রুল’-ছবির কাজ।
৳7,777 IPL 2025 Sports Bonus