পুষ্পা ২ ঝড় এখন সুনামির আকার নিয়েছে। সেই সুনামিতে ভেসে গিয়েছে সক্কলে। বাদ নেই বাংলাও। আল্লু অর্জুনের এই ছবি বিশ্ব বক্স অফিসে ১৩০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে অনায়াসে। বক্স অফিসে রোজ নতুন রেকর্ড ভাঙছে-গড়ছে পুষ্পারাজ। মুক্তির মাত্র ১৩ দিনের মাথায় ছবির হিন্দি ভার্সনই টপকে গিয়েছে ৬০০ কোটি টাকা। আরও পড়ুন-'আমি ওকে গর্ভে ধারণ করিনি কিন্তু….', সৎ ছেলে ওশকে নিয়ে বড় মন্তব্য শ্রীময়ীর
সেরার সেরা হওয়ার দৌড়ে আল্লু-রশ্মিকাদের সামনে একমাত্র বাহুবলী ২ এবং দঙ্গল। পুষ্পা ২-এর এই সোনার দৌড়ের মাঝেই ২০শে ডিসেম্বর বাংলার বক্স অফিসে মুক্তি পাবে ৪টি বাংলা ছবি, খাদানের জন্য শো পেতে হিমসিম খাচ্ছেন দেবের মতো সুপারস্টার। বিশ্ব বক্স অফিসে যেখানে আল্লু অর্জুনের এমন দাপট, সেখানে বাংলার মানুষও খালি হাতে ফেরায়নি তাঁকে।
বাংলা ছবির সর্বকালীন আয় ১০ কোটি হলেই তাঁকে ব্লকবাস্টার তকমা দেওয়া হয়। কারণ ১০ কোটির ক্লাবে থাকা বাংলা ছবির সংখ্যা হাতে গোনা। সে জায়গায় প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গ থেকে ২৪.৯৬ কোটি টাকা আয় করেছে পুষ্পা ২। দ্বিতীয় সপ্তাহ শেষে সেই অঙ্ক অনায়াসে ৪০ কোটি পার করবে। এখনও পর্যন্ত বাংলা ছবির ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবি দেবের আমাজন অভিযান। দাবি করা হয়, বিশ্ব বাজারে এই ছবির সারা জীবনের আয় নাকি ৪৮ কোটির আশেপাশে। দু-নম্বরে রয়েছে দেবের চাঁদের পাহাড়। সেই ছবির আয় ২০ কোটি। প্রথম সপ্তাহেই যা পার করে ফেলেছে পুষ্পা ২।
সুতরাং বাংলার মাটিতে তেলুগু সুপারস্টারের হিন্দি ডাবড ছবি চলছে রমরমিয়ে। যা হাঁ করে গিলছে দর্শক। ওদিকে বাংলার মাটিতে ব্রাত্যই থাকছে বাংলা ছবি। বাজেটের নিরিখে বলিউড বা দক্ষিণের সঙ্গে মোকবিলা করতে পারে না টলিউড। বাংলা ছবির বাজারও সীমিত। এর মাঝে নিজের রাজ্যেই শো পেতে নাকানি-চোবানি খেতে হচ্ছে দেবকে। এই নিয়ে ফুঁসে উঠে অভিনেতা এদিন টুইট করেন, ‘এখনও ‘খাদান’-এর অগ্রিম বুকিং শুরু হয়নি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছি। এর জন্য দায়ী ভিন্ন ভাষার ছবি।’ নাম না করেই আল্লু অর্জুনকে এদিন খোঁচা দিলেন দেব। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ‘খাদান’ ছবির পরিবেশনার দায়িত্বে বাবলু দামানি। তিনিই আবার পুষ্পা ২-এর পরিবেশনার দায়িত্ব সামলেছেন পশ্চিমবঙ্গে। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, স্পষ্ট বলেন ব্যস্ততার জন্য এখন মুখ খুলতে পারবেন না।
দ্বিতীয় সপ্তাহে সাউথ সিটি আইনক্সে পুষ্পা ২-এর হিন্দি ভার্সনের শো চলছে সারাদিনে ১১টি! সে জায়গায় শুক্রবার থেকে (মুক্তির দিন) দেবের খাদান মাত্র ৫টি শো পেয়েছে সাউথ সিটি আইনক্সে। নবীনা সিনেমার মতো সিঙ্গল স্ক্রিনে এখন পুষ্পা ২-এর তিনটে শো চলছে সারাদিনে। সে জায়গায় খাদানের কপালে জুটছে একটা মাত্র শো।
আইনক্স-সহ বাকি মাল্টিপ্লেক্সগুলোর শুক্রবারের শেডিউল এখনও বুক মাই শো-তে প্রকাশ্যে আসেনি। তাই বাংলা ছবির জন্য হাতে গোনা শো কমলেও খুব বেশি প্রভাবিত হবেন না আল্লু অর্জুন।