
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অনেক দাদু-ঠাকুমা-মামা-কাকারা বলে থাকেন, ‘আসলের থেকে সুদের দাম বেশি’। তাই তো নিজের সন্তানের থেকেও যেন আদরের হয় নাতি-নাতি-ভাইপো-ভাইঝিরা। ঠিক তেমনটাই হয়েছে অভিনেতা প্রনেজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। কদিন আগেই ছিল অভিনেতার আপ্ত সহায়ক ঐন্দ্রিলা সেন ওরফে মোহরের ছেলের অন্নপ্রাসন। বিয়ের পর সেদিনটাও, বেশ জমিয়ে উপভোগ করেন তিনি। আর এবার খুদের সঙ্গে তাঁর ছবি এল।
২০২৩ সালের শুরুতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুর্নিবার আর মোহর। সেই সময় বরকর্তা হয়ে বিয়ের সব কাজ দেখাশোনা করেছিলেন প্রসেনজিৎ। এমনকী, কনের পিঁড়িও ধরেন। নিজের বোনের মতো ভালোবাসেন তিনি ঐন্দ্রিলাকে। বিয়ের বছর ঘোরার আগেই এই দম্পতির কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান। জন্ম হয় রাজপুত্র ধিয়ানের।
ধিয়ানের অন্নপ্রাসনে ছিলেন একাধিক টলিউড তারকা। ২৮ জুলাই নিয়ম মেনে মুখেভাতের অনুষ্ঠান হয়েছিল দুর্নিবার পুত্রের। এরপর ৪ অগস্ট হয়েছিল অনুষ্ঠান। একডালিয়ার এক ব্যাঙ্কোয়েটে আয়োজন করা হয়েছিল খাওয়াদাওয়ার। পাঞ্জাবিতে একদম বাঙালি বাবু লুকে সেখানে গিয়েছিলেন প্রসেনজিৎ। তাঁর কোলে নিয়ে ধিয়ানকে আদর করার ভিডিয়ো এর আগেই ভাইরাল হয়েছিল। এবার ঐন্দ্রিলা নিজেই দিলেন একটি ছবি।
আরও পড়ুন: ‘রাজ ছিল বলেই, আমি-আবিরদা অন্তরঙ্গ হতে পেরেছি…’, বাবলির শ্যুট নিয়ে বললেন শুভশ্রী
প্রসেনজিৎ আর ধিয়ানের ছবিখানা শেয়ার করে মাম্মা ঐন্দ্রিলা লিখলেন, ‘যেন কিছু মনে করোনা কেউ যদি কিছু বলে’। আর এই পোস্টই ফেসবুকে ফের শেয়ার করে নেন প্রসেনজিৎ। তাতে এক নেট-নাগরিক মন্তব্য করেন, ‘চোখে মুখে সন্তানসুখ’। দ্বিতীয়জন লেখেন, ‘কী যে মিষ্টি হয়েছে বাচ্চাটা’।
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসায় কম কটাক্ষের মুখে পড়তে হয়নি দুর্নিবারকে। ২০১৭ তে আইনি বিয়ে হয়েছিল মিনাক্ষীর সঙ্গে। ২০২১-এর ফেব্রুয়ারির শেষে সাত পাক ঘোরেন। ২০২২ সালেই আলাদা হয়ে যান। এরপর এই বছরের শেষের দিকেই দুর্নিবারের জীবনে এন্ট্রি হয় মোহরের। ২০২৪ সালে বিয়ে দুর্নিবার-মোহরের।
বিয়ের পর নব দম্পতিকে নিয়ে ট্রোল, মিমে ছয়লাপ হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। অবস্থা এমন হয় যে, নিজেদের বিয়ে-হানিমুনের ছবিও সেইসময় শেয়ার করেননি দুজনের কেউই। তবে সব বাধাকে অতিক্রম করে হাতটা ধরেছিলেন শক্ত করে একে-অপরের। আর এখন তো ছেলেকে নিয়ে সুখের সংসার! যেখানে কোনও কটাক্ষেরই প্রবেশ নিষেধ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports