1 মিনিটে পড়ুন Updated: 16 Dec 2023, 08:28 PM ISTSubhasmita Kanji
Prosenjit Chatterjee: সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল কিফ। সেখানেই একটি আলোচনা অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে কী বললেন বাংলা ইন্ডাস্ট্রি তথা অভিনেতা?
বলিউডে চুটিয়ে কাজ করেও টলিউডের হয়ে আর্জি প্রসেনজিতের
সদ্যই শেষ হল ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেই একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কথা বললেন টলিউড নিয়ে। তাঁর সঙ্গে এদিনের আলোচনায় ছিলেন ঋতাভরী চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জিতু কমল, রাজ চক্রবর্তী, প্রমুখ। এখানেই কথায় কথায় উঠে আসে সেই প্রসঙ্গ যেখানে জানতে চাওয়া হয় বর্তমানে দর্শকরা কোন ধরনের ছবি দেখতে পছন্দ করেন যা লার্জার দ্যান লাইফের গল্প বলে নাকি বাস্তবের কাহিনি দেখায়।
সিনেমা নিয়ে এদিন কী জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
কিফের আলোচনায় সভায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, 'বর্তমানে সিনেমার ভাষায় বদলাচ্ছে আর সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন পরিচালকরা।' তিনি এদিন আরও বলেন, 'এই প্রজন্মের পরিচালকরা ভীষণ ভালো কাজ করছেন। নতুন নতুন ট্যালেন্ট এসে যোগ দিচ্ছে এই ইন্ডাস্ট্রিতে।'
এদিন কথা বলবেন এই পেশাটা নিয়েও। প্রসেনজিতের কথায়, 'আমরা একটা অনিশ্চিত প্ল্যাটফর্মে কাজ করছি। নিজেদের সেরাটা দিয়ে টিকে থাকার চেষ্টা করি। কিন্তু শেষ পর্যন্ত সবটা ঠিক করে দর্শকরা।' তবে যতই দর্শকরা শেষ কথা বলুন না কেন এদিন কিন্তু অভিনেতা তাঁদের উদ্দেশ্যেও একটি বিশেষ বার্তা দেন। তাঁর কথা অনুযায়ী, 'তবে আমি বাংলা দর্শকদের কাছে একটি অনুরোধ করব যে তাঁরা যেন নিজেদের এই বিনোদনের ইন্ডাস্ট্রিতে ভালোবাসেন, সম্মান করেন। আমাদের এখানে তৈরি হওয়া ছবি, তার গান কিন্তু অনবদ্য। টলিউড ইন্ডাস্ট্রির হয়ে বলছি আপনারা সবাই আমাদের নিয়ে গর্ব করুন।'
প্রসঙ্গত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শেষবার দশম অবতার ছবিতে দেখা গিয়েছে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে তিনি প্রবীর রায়চৌধুরীর বেশে ধরা দিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, জয়া আহসান, প্রমুখ।