
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আম্বানিদের বিয়েতে নিককে নিয়ে হাজির হয়েছিলেন। তবে বিয়ের পরপরই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু সেখানে গিয়ে একী চেহারায় ধরা দিলেন পিগি চপস! সুদূর অস্ট্রেলিয়া থেকে প্রিয়াঙ্কার অদ্ভুত চেহারার ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখলে যে কেউ আঁতকে উঠবেন।
তাঁর পরনে কালো ভেস্ট (হাফ হাতা গেঞ্জি ধরনের পোশাক), গায়ের রং বিবর্ণ, মাথার চুল মোহক স্টাইলে কাটা, একটা জাহাজের উপর অদ্ভুত দৃষ্টি ও হাসি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু কেন এমন অদ্ভুত চেহারায় ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা?
আসলে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবার জলদস্যু হয়ে ধরা দিতে চলেছেন। সৌজন্যে তাঁর হলিউডের ছবি ‘দ্য ব্লাফ’। সোমবার প্রিয়াঙ্কা-নিকের ফ্যানপেজের তরফে ‘দ্য ব্লাফ’-এর সেট থেকে একাধিক ছবি সামনে আনা হয়েছে। প্রিয়াঙ্কাকে ফ্রাঙ্ক-ই-টাওয়ারসের পিরিয়ড অ্যাকশন ফিল্মে জলদস্যু চরিত্রে দেখা যেতে পারে।
প্রিয়াঙ্কাকে এই প্রথমবারের জন্য এমন খোঁচা খোঁচা চুলের স্টাইল করতে দেখা গিয়েছে। যাকে বলে কিনা মোহক হেয়ারস্টাইল। এই হেয়ারস্টাইলটি ১৯ শতকের ক্যারিবিয়ান জলদস্যুদের একটা লুক। প্রিয়াঙ্কার বহু অনুরাগী তাঁর এই লুকের নিচে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘এটি কি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান পিরিয়ড নাকি আলাদা? (এটা কি ক্যারিবিয়ান দীপপুঞ্জের জলদস্যুরা? নাকি আলাদায)’ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তরফে উত্তর এসেছে, 'হ্যাঁ। ১৮০০ সালের সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেট।' কারোর প্রশ্ন, ‘প্রিয়াঙ্কা অস্ট্রেলিয়ায় কতদিন থাকবেন?’ উত্তর এসেছে, 'এটা ঠিক জানি না, প্রিয়াঙ্কা এখনই প্রথমে শুটিং শেষ করবেন কিনা! যেহেতু এটার শ্যুটিং আগস্টের শেষ পর্যন্ত হওয়ার কথা। কেউ কেউ আবার এই ছবি থেকে প্রিয়াঙ্কার আরও অনেক ছবি দেখতে চেয়েছেন।
'দ্য ব্লাফ' ১৯ শতকের ক্যারিবিয়ান দীপপুঞ্জের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। ছবিটি প্রিয়াঙ্কা যে চরিত্রটিতে অভিনয় করছেন, সেটা একটা প্রাক্তন মহিলা জলদস্যুর গল্প। যিনি কিনা নিজের পরিবারকে রক্ষা করতে চান, তবে তাঁর পুরনো পাপ তাঁর পিছু ছাড়ে না। রুশো ব্রাদার্সের ব্যানার এজিবিও স্টুডিওস এবং অ্যামাজন এমজিএম স্টুডিওজ প্রযোজিত এই ছবিতে কার্ল আরবানও এক বিশিষ্ট চরিত্রে অভিনয় করেছেন।
এদিকে প্রিয়াঙ্কা যখন বেশ কয়েকমাস ধরে অস্ট্রেলিয়ায় 'দ্য ব্লাফ'-এর শ্যুটিং করছেন, তখন তাঁর মেয়েকে সামলাচ্ছেন অভিনেত্রীর মা মধু চোপড়া ও স্বামী নিক জোনাস।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports