বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘হিন্দিতে কিছু করতে চাই…’! বলিউডকে চিরতরে বিদায়? করবেন না কাজ ফারহানের ‘জি লে জারা’য়? মুখ খুললেন প্রিয়াঙ্কা
পরবর্তী খবর
‘হিন্দিতে কিছু করতে চাই…’! বলিউডকে চিরতরে বিদায়? করবেন না কাজ ফারহানের ‘জি লে জারা’য়? মুখ খুললেন প্রিয়াঙ্কা
1 মিনিটে পড়ুন Updated: 05 Dec 2024, 10:21 AM ISTSayani Rana
বহুদিন বলিউড থেকে সরে থাকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আবার ফিরছেন হিন্দি ছবি নিয়ে! প্রায় পাঁচ বছর হয়ে গিয়েছে বলিউডের কোনো ছবিতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। ২০১৯ সালে বলিউডে তাঁর সর্বশেষ ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তি পেয়েছিল।
বহুদিন বলিউড থেকে সরে থাকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আবার ফিরছেন হিন্দি ছবি নিয়ে! প্রায় পাঁচ বছর হয়ে গিয়েছে বলিউডের কোনও ছবিতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। ২০১৯ সালে বলিউডে তাঁর সর্বশেষ ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তি পেয়েছিল। তারপর থেকে তিনি হলিউডে রমরমিয়ে কাজ করছেন। ‘সিটাডেল’ -এর মতো সিরিজে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে।
কিন্তু বহু দিন হিন্দি ছবিতে সেই প্রিয়াঙ্কা ম্যাজিক না দেখতে পাওয়ায় কিছুটা হলেও তাঁর ভক্তরা মুষড়ে পড়েছিলেন। তবে এবার তাঁদের জন্য সুখবর। তাঁর ভক্তদের দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। এইচটি সিটির সঙ্গে একান্ত কথোপকথনে, প্রিয়াঙ্কা আভাস দিয়েছেন যে হিন্দিতে তিনি কিছু কাজ করতে চলেছেন, যার ঘোষণা তিনি আগামী বছরে করবেন বলে আশা করা যাচ্ছে। তিনি বলেন, ‘মজা করছি না, এখানে অনেক ফিল্মমেকারের সঙ্গে আমি দেখা করি, স্ক্রিপ্ট পড়ি। আমি সক্রিয়ভাবে হিন্দিতে কিছু করতে চাই। এই বছর আমি খুব ব্যস্ত ছিলাম। তবে আমার এরপর কিছুটা সময় আছে, আমি সেটা এখানেই দিতে চাই।’
এই ‘কিছু’ -এর মধ্যে কি ' জি লে জারা' এখনও রয়েছে? এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'এ বিষয়ে আপনাকে এক্সেলের (এক্সেল এন্টারটেইনমেন্ট, ফারহান আখতারের প্রযোজনা সংস্থা) সঙ্গে কথা বলতে হবে।
২০২১ সালে প্রিয়াঙ্কা, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটকে নিয়ে 'জি লে জারা' -এর ঘোষণা করেছিলেন ফারহান। তারপর নানা কারণে সেই ছবি পিছিয়ে যায়। একটা সময় জানা যায় যে, প্রিয়াঙ্কা থাকছেন না ছবিতে। তারপর এও শোনা গিয়েছিল ক্যাটরিনাও নাকি ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু প্রযোজনা সংস্থা বা ফারহান আখতার এই বিষয়ে কোনও মন্তব্যই করেননি। পড়ে অবশ্য ফারহান আখতার জানিয়েছিলেন তিন অভিনেত্রীর ডেট ম্যাচ না করার জন্য নাকি ছবি পিছিয়ে যাচ্ছে। তিনি বার বার আলোচনার মাধ্যমে চেষ্টা করছেন যাতে এই ডেট ম্যাচ করা যায়।
চলতি বছরের শুরুর দিকে জানা গিয়েছিল, ছবিটি পিছিয়ে যাচ্ছে। গত অগস্টে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক ফারহান আখতারের দিদি তথা সহ প্রযোজক জোয়া আখতার বলেছিলেন, ‘ওঁদের তিন জনের ডেট ম্যাচ করছে না। ফারহান ওঁদের সঙ্গে কথা বলছেন যাতে ডেট ম্যাচ করা যায়, এই জন্যই ছবির কাজ শুরু হতে দেরি হচ্ছে।’