কিছু মাস আগে একটি ভিডিয়ো এবং বেশ কিছু ছবি দারুণ হইচই ফেলেছিল সমাজমাধ্যমের পাতায়। বাংলার দুই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সৈকত দে এবং প্রেরণা দাস নাকি বিয়ে করেছেন। যদিও পরে জানা যায় যে ওটা একটা কোলাবরেশন ভিডিয়ো ছিল। তবে কেবল সেই ভিডিয়ো নয়, তার আগে ও পরে একাধিক ভিডিয়োয় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। আর সবটা নিয়েই অনেকেই ভাবতেন তাঁরা বোধ হয় সম্পর্কে আছেন। কিন্তু সেই সব জল্পনা নস্যাৎ করে দু'জনই তাঁদের মনের মানুষকে সামনে আনেন। বর্তমানে সার্থক গুপ্তর সঙ্গেই চুটিয়ে প্রেম করেছেন ইউটিউবার প্রেরণা। কিন্তু এবার সৈকতকে ঠেলে সরালেন প্রেরণা প্রেমিক সার্থক? ব্যাপার কী?
আরও পড়ুন: 'পৃথিবীর সেরা প্রেমিকা', প্রেরণাকে গার্লফ্রেন্ড ডে'তে সার্থকের আদুরে বার্তা! কেক কেটে হল উদযাপন
প্রেরণা মার্চে সামনে আনেন প্রেমিককে। তারপর থেকে একসঙ্গে বেশ কিছু ভিডিয়োয় বানিয়েছেন তাঁরা। কিছু দিন আগে সার্থক গার্লফ্রেন্ড ডে বা প্রেমিকা দিবসও পালন করেন প্রেরণার সঙ্গে। আয়োজন করেন বিশেষ কেকেরও। আর এবার প্রকাশ্যে এল এই ছবি। আর সেই ছবি সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নেন প্রেরণা নিজেই। ছবিটি প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। ছবিটি নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
আরও পড়ুন: রবিবারও বক্স অফিসে 'সাইয়ারা' ঝড়! 'সন অফ সর্দার ২' ও 'ধড়ক-২'-এরই প্রথম সপ্তাহান্তে আয় কত?
তবে কেবল এই ছবি নয় এর সঙ্গে একাধিক ছবি পোস্ট তিনি। প্রথম ছবিতেই দেখা যায় সার্থককে জড়িয়ে ধরে রয়েছেন প্রেরণা। আর তাঁকেও এক হাত দিয়ে জড়িয়ে আছেন সার্থকও। আর এক হাত দিয়ে সৈকতকে ঠেলে দিচ্ছেন। আর বেশ বিরক্ত হয়ে সৈকত সার্থকের দিকে তাকিয়ে। নানা গুরুতর কিছু নয়। আসলে মজা করেই এই ছবি তোলা। তবে কেবল এই ছবি নয়। এর পাশাপাশি আরও বেশ কিছু ছবি ভাগ করে নেন ইউটিউবার। তার মধ্যে একটিতে সার্থক ও প্রেরণা একসঙ্গে দাঁড়িয়ে হাসি মুখে পোজ দিচ্ছেন। প্রেরণার পরনে হট প্যান্ট, সাদা স্লিভলেস টি-শার্ট, সঙ্গে একটি কালো শার্ট। অন্যদিকে, রং মিলান্তিতে ধরা দিয়েছিলেন সার্থকও। তাঁর পরনে ছিল একটি কালো টি-শার্ট ও ধূসর রঙের প্যান্ট ও বুট। তাছাড়া তাঁরা তিনজন একসঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন। এছাড়া, সৈকতের সঙ্গেও প্রেরণা আলাদা একটি ছনি পোস্ট করেন।