সম্প্রতি দুবাইয়ে আশা ভোঁসলে এবং সোনু নিগমের একটি কনসার্ট অনুষ্ঠিত হয়ে গেল দুবাইয়ে। সেখানকার একাধিক ছবি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। এবার সেই অনুষ্ঠান চাক্ষুষ করার অভিজ্ঞতা জানালেন বাংলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্রীতি সরকার। কী লিখলেন তিনি?
আরও পড়ুন: বারান্দার বাইরে জড়ো হয়েছে কুয়াশা, ছুঁয়ে দেখেই মেঘ খাওয়ার আবদার ইউভানের! বলল, 'এখনই অর্ডার করো'
কী জানালেন প্রীতি সরকার?
এদিন প্রীতি সরকার একটি ভিডিয়ো পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানেই তিনি জানান এই অনুষ্ঠান দেখতে তিনি দুবাই গিয়েছিলেন। সেখানে গিয়ে নস্টালজিক গান এবং লিজেন্ডারি দুই শিল্পীকে পারফর্ম করতে দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছেন। তাঁর মতে সেই রাত ছিল একেবারে 'পারফেক্ট'। এরপরই তিনি বলেন, 'তবে তওবা তওবা আর গুলাবি শাড়িতে আশা ভোঁসলেজিকে নাচ করতে দেখা আমার বাকেট লিস্টে একেবারেই ছিল না।'
এদিন তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'ওঁর ৯১ বছর বয়স? কী মিষ্টি পুকি!' এই বিষয়ে বলে রাখা ভালো পুকি একটি জেন জি শব্দ যার অর্থ মিষ্টি। তাঁর এই ভিডিয়োতে দেখা যাচ্ছে সোনু নিগম এবং। আশা ভোঁসলে মিলে হাল ক্যায়সা যায়, সাইয়া বিনা, ঝুমকা গিরা, অভি না যাও ছোড় কর, লগ যা গালে, ও সোনিও, ইউ আর মাই সোনিয়া, ইত্যাদির মতো একাধিক হিট গান গাইছেন।
আশা ভোঁসলের নাচ নিয়ে কী বলেছেন তওবা তওবার গায়ক?
করণ আঁজলা এদিন এই ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। সেখানে তিনি আশা ভোঁসলের জন্য একটি বার্তা লেখেন। লেখেন, 'সঙ্গীতের জীবিত ঈশ্বর আশা ভোঁসলে জি তওবা তওবা গাইলেন। যে গানটি একটা আদ্যোপান্ত ছোট্ট গ্রামে বড় হয়েছে, কোনও সঙ্গীতের ব্যাকগ্রাউন্ড নেই, সঙ্গীতের কোনও যন্ত্রের জ্ঞান নেই এমন একজন লিখেছেন, এমন একজন সুর দিয়েছে যার কোনও বাদ্যযন্ত্র বাজানোর অভিজ্ঞতা নেই। এই গানটা প্রচুর ভালোবাসা পেয়েছে, স্বীকৃতি পেয়েছে ভক্তদের মধ্যে তো বটেই, সঙ্গীত শিল্পীদের মধ্যেই। কিন্তু এই মুহূর্তটা সত্যিই আইকনিক। আর আমি কখনই ভুলব না। আমি খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই ওঁকে। এটা আমায় সত্যিই অনুপ্রেরণা জোগাল আরও এমন গান বানানোর জন্য।'
আরও পড়ুন: সাড়ে ৪ বছর পার, ইরফানের মৃত্যুশোকে আচ্ছন্ন হয়েই স্বামীকে নিয়ে বই লিখছেন সুতপা! সিনেমাও বানাবেন?