চন্দ্রযান-থ্রি কখন চাঁদে পৌঁছবে, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৪০ কোটি ভারতীয়, চলছে প্রার্থনা। তারই মাঝে বিতর্কিত টুইট করে বসেন প্রকাশ রাজ। আর তাতেই চটে যান নেটিজেনদের একাংশ। তাঁদের বেশিরভাগেরই দাবি, ‘রাজনৈতিক মতাদর্শের সঙ্গে জাতীয় স্বার্থ গুলিয়ে ফেলা মোটেই ঠিক নয়।’ কেউ কেউ আবার প্রকাশ রাজের টুইট ছেলে ছিঃ ছিঃ করতে শুরু করে দেন।
টুইটারে লাগাতার সমালোচনার মুখে এবার পাল্টা উত্তর দিলেন প্রকাশ রাজ। ঠিক কী লিখেছেন তিনি? নাহ, লোকের নিন্দায় অভিনেতা, পরিচালক অবশ্য দমেননি, উল্টে নেটনাগরিকদের ‘বড় হওয়ার’ পরামর্শ দিয়েছেন তিনি।
সমালোচনার পাল্টা জবাবে প্রকাশ রাজ লেখেন, ‘ঘৃণা শুধু ঘৃণাই দেখতে পায়... আমি # আর্মস্ট্রং সময়ের একটি রসিকতার কথা বলছিলাম।... আমারা কেরালা চাওয়ালার উদযাপন করছি... ট্রোলরা এখানে কোন চাওয়ালাকে দেখেছেন? আপনারা যদি এই রসিকতা বুঝতে না পারেন, তাহলে সেটাও হাস্যকর .. তাহলে আমনাদের আরও বড় হতে হবে। এটাই বলার ছিল শুধু।’
আরও পড়ুন-‘জাদ-এর স্পর্শে অস্বস্তি বোধ করতাম’, Bigg Boss OTT শেষে মুখ খুললেন জিয়া শঙ্কর
আরও পড়ুন-গদর ২, OMG 2-র সঙ্গে পাঙ্গা! মুক্তির ১০ দিনের মাথায় রজনীকান্তের 'জেলর'-এর আয় জানেন?
আরও পড়ুন-গদর-২র সাফল্যে বর্ডার-২র ঘোষণা, এবার আসছে সানির ‘মা তুঝে সলম-২’