প্রভাস হচ্ছে প্রথম দক্ষিণ ভারতীয় অভিনেতা যাঁর মূর্তি ব্যাংককের মাদাম তুসো মিউজিয়ামে আছে। ২০১৭ সালে তাঁর সেই মূর্তি সেখানে বসানো হয়। তাঁর সেই ছবি তখন ভাইরাল হয়েছিল ভীষণ। এবার তাঁর আরও একটি ওয়াক্স মূর্তি বসানো হল মাইসোরের একটি মিউজিয়ামে। আর সেই মূর্তি কিন্তু এবার আর প্রশংসা নয়, নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছে। শুধু তাই নয়, পেয়েছে হুমকিও!
কর্ণাটকের মাইসোরের একটি মিউজিয়ামে এই মূর্তি বসানো হয়েছে প্রভাসের। তবে জিনিসটা মোটেই ভালো চোখে দেখছেন না বাহুবলীর নির্মাতারা।
কী বলছেন বাহুবলী ছবির প্রযোজক?
বাহুবলী ছবির প্রযোজক শোভু ইয়ারলাগাড্ডা এদিন এক্সে একটি পোস্ট করেন এই বিষয়ে। তিনি সেই পোস্টে জানান এই মিউজিয়াম তাঁদের থেকে কোনও রকম অনুমতি নেয়নি এই মূর্তি বসানোর আগে। এখানে মূর্তিটাকে বাহুবলীর পোশাকে দেখা যাচ্ছে।
তিনি তাঁর পোস্টে লেখেন, 'এটা অফিসিয়াল অনুমতি নিয়ে করা কাজ নয়। আমাদের অনুমতি ছাড়াই করা হয়েছে। এটা যাতে এখান থেকে সরানো হয় তার দ্রুত ব্যবস্থা নেব আমরা।'
প্রভাসের ভক্তরাও প্রতিক্রিয়া জানিয়েছেন এই মূর্তি দেখে
কেউ কেউ এক্সে লিখেছেন যে ভাগ্যিস এই মূর্তিকে প্রভাসের পোশাক পরানো আছে, নইলে চেনাই যেত না। কারণ মূর্তিটাকে একদমই প্রভাসের মতো দেখতে নয়। যদিও আবার কেউ কেউ বলেছেন মূর্তিটা দেখতে ভালো না হলেও এখান থেকে যে অভিনেতার প্রতি ভালোবাসার ঝলক পাওয়া যাচ্ছে সেটা দামী।
এক ব্যক্তি এক্সে কমেন্ট করেন যে, 'এটা অনেক বেশি রাম চরণের মতো দেখতে।' কেউ আবার লেখেন, 'বাহুবলীর বর্ম ছাড়া এই মূর্তির কিছুই প্রভাসের মতো না।'
আরও পড়ুন: বড়দিনে শাহরুখের পথের কাঁটা প্রভাস! মুখোমুখি হবে ডাঙ্কি-সালার
আরও পড়ুন: স্টার কাস্ট, বিপুল বাজেট তবুও ২০২৩-এ ফ্লপ করেছে কোন কোন বলিউড ছবি
এক ভক্ত প্রযোজককে আবার এক হাত নিয়ে লেখেন, 'এটা না কর্ণাটক। আপনার খুশি হওয়া উচিত যে কর্ণাটকে একজন তেলুগু অভিনেতার মূর্তি লাগানো হয়েছে। ওদের ভালোবাসা দেখে খুশি হন।'