1 মিনিটে পড়ুন Updated: 09 May 2023, 11:15 AM ISTRanita Goswami
পরিচালক ওম রাওত প্রথমে 'জয় শ্রীরাম' ধ্বনি উচ্চারণ করেন, আর তারপর প্রভাস। এই ধ্বনি শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা। তাঁদেরকেও এই একই ধ্বনিতে উল্লাস করতে দেখা যায়। আর এটি ছিল হায়দরাবাদে আয়োজিত 'আদিপুরুষ' -এর ট্রেলারের ফ্যান প্রিভিউ অনুষ্ঠান। মঙ্গলবারই ‘আদিপুরুষ’-এর ট্রেলার লঞ্চ হওয়ার কথা রয়েছে।'
প্রভাস-কৃতি
প্রভাস-কৃতিকে দেখার জন্য তখন ফিরে ঠেলাঠেলি চলছে। উচ্ছ্বসিত অনুরাগীরা। মঞ্চ থেকে তাঁদের উদ্দেশ্যে হাত নাড়লেন 'আদিপুরুষ'-এর 'রাঘব' অর্থাৎ প্রভাস, সঙ্গে ছিলেন কৃতি, ছিলেন পরিচালক ওম রাউত। জয় শ্রীরাম ধ্বনিতে ফেটে পড়ল প্রেক্ষাগৃহ। প্রভাস-কৃতির বহু চর্চিত 'আদিপুরুষ'-এর ট্রেলার লঞ্চের আগে এমনই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
ভিডিয়ো শেয়ার করেছেন পর্দার 'জানকী' ওরফে কৃতি শ্যানন। যেখানে দেখা যাচ্ছে, মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে কৃতি ও প্রভাস, পাশে পরিচালক ওম রাউত সহ অন্যান্যরা। পরিচালক ওম রাওত প্রথমে 'জয় শ্রীরাম' ধ্বনি উচ্চারণ করেন, আর তারপর প্রভাস। এই ধ্বনি শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা। তাঁদেরকেও এই একই ধ্বনিতে উল্লাস করতে দেখা যায়। আর এটি ছিল হায়দরাবাদে আয়োজিত 'আদিপুরুষ' -এর ট্রেলারের ফ্যান প্রিভিউ অনুষ্ঠান। মঙ্গলবারই ‘আদিপুরুষ’-এর ট্রেলার লঞ্চ হওয়ার কথা রয়েছে।