
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গত বছর অভিনেতা সিদ্ধার্থ শুক্লার অকালে চলে যাওয়া মেনে নিতে পারেননি তাঁর অনুরাগী থেকে পরিবারের কেউই। এবার প্রয়াত অভিনেতার সম্পর্কে এক বিবৃতি জারি করা হল পরিবারের তরফে। পরিবারের অনুমতি ছাড়া কোনও শিল্প মাধ্যমে সিদ্ধার্থের নাম নেওয়া যাবে না। অভিনেতার কোনও অপ্রকাশিত কাজও প্রকাশ করা চলবে না। সবটাতেই আগে নিতে হবে পরিবারের অনুমতি।
‘বিগ বস ১৫’- এর প্রতিযোগী বিশাল কোতিয়ানের মন্তব্যের পরেই সম্ভবত এই সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধার্থের পরিবার বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বিশাল জানিয়েছিলেন, সিদ্ধার্থকে নিয়ে একটি গানের ভিডিয়ো শ্যুট করেছিলেন তিনি। কিন্তু সম্পূর্ণ হয়নি সেই ভিডিয়োর কাজ। তাই মুক্তি দেওয়া সম্ভবপর হয়নি। সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে মুক্তির ইচ্ছেপ্রকাশ করেছিলেন বিশাল।
উল্লেখ্য, সেই মিউজিক ভিডিয়ো নাকি পছন্দ ছিল না সিদ্ধার্থের। পরিবারের ঘনিষ্ঠ মহলের দাবি, ছেলের অপছন্দের কাজ মুক্তি পাক, এমনটি চান না সিদ্ধার্থের মা রীতা শুক্লা। তাই ছেলের যে কোনও প্রকল্প দর্শকের সামনে আসার আগে, পরিবারের কাছ থেকে অনুমতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয় বিষয় সিদ্ধার্থের পরিবারের তরফ বিবৃতি জারি করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘সিদ্ধার্তের সমস্ত শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে। আমরা, পরিবার হিসাবে, একটি অনুরোধ করছি, আশা করি আপনারা সবাই সেটাকে সম্মান করবেন। সিদ্ধার্থ নিজের মতো এগিয়ে গেছে, সে আর নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু সে এখনও আমাদের জীবনের এবং আমাদের স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। আমরা তাঁর ইচ্ছা রক্ষা করার জন্য এখানে আছি। আমরা প্রত্যেককে অনুরোধ করছি যাঁরা সিদ্ধার্থের নাম অথবা মুখ ব্যবহার করতে চান, অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের জিজ্ঞাসা করার জন্য এক মুহূর্ত সময় নিন’।
আর লেখা রয়েছে, ‘আমরা সিদ্ধার্থের পছন্দ জানি, আমরা জানি সে কী চাইতে পারে। আমাদের সিদ্ধান্ত এই সব মাথায় রেখেই হবে। যদি এমন কিছু কাজ থাকে যা নিয়ে ও খুশি ছিল না, আমরা নিশ্চিত ও সেগুলিকে মুক্তি দিতে চাইবে না। সিদ্ধার্থ যখন আমাদের মধ্যে ছিল তখন যা মুক্তি পায়নি, সেগুলোর মুক্তির জন্য ওর সম্মতি বা অভিপ্রায় ছিল না। তাই অনুগ্রহ করে আমরা তার ইচ্ছেকে গুরুত্ব দিই এবং ওকে ভালোবাসার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, স্নেহের সঙ্গে স্মরণ করি... শুক্লা পরিবারের তরফে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports