ভাগ্যশ্রীর শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল এই বিয়ের সমস্ত অনুষ্ঠানই রাজকীয়, তবে তাতে কোনও পাশ্চাত্য সংস্কৃতির ছোঁয়া নেই, পুরোটাই দেশি। ভিডিয়োতে রাতের খাবারের ডাইনিং টেবিল থেকে সুইমিং পুল, জলাশয় দিয়ে ঘেরা বাগান, সেসবই আলোর রোশনাইয়ে সেজে উঠেছে।
রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান
রাত পোহালেই বিয়ে। ২৪ সেপ্টেম্বর, রবিবার সাতপাকে বাঁধা পড়বেন পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা। রাজস্থানের তাজ লীলা প্যালেসে চলেছে এলাহী আয়োজন। সেখানেই যে বসবে বিয়ের আসর। আয়োজন দেখে মনে হচ্ছে রূপকথার কোনও রাজকন্যার সঙ্গে রাজপুত্রের বিয়ে। হ্যাঁ, আম-আদমির কাছে এবিয়ে রাজকন্যা-রাজপুত্রের বিয়েই বটে। তবে এবিয়েতে অতিথিদের জন্য নিয়ম কড়া। ছবি বা ভিডিয়ো তোলা নাকি নিষিদ্ধ!
কিন্তু একী, নিয়ম যে ভেঙে ফেললেন ভাগ্যশ্রী! লীলা প্যালেসে এলাহী আয়োজন দেখে ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে পারলেন না তিনি। অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের একাধিক ছবি ভিডিয়ো তো তুললেনই, আবার সোশ্যাল মিডিয়ায় ফাঁসও করে ফেললেন সেগুলি…
শনিবার লীলা প্যালেসে পরিণীতি-রাঘব চাড্ডার সঙ্গীত পার্টি হওয়ার কথা। তার থিম নাকি নয়ের দশক। ভাগ্যশ্রীর শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল এই বিয়ের সমস্ত অনুষ্ঠানই রাজকীয়, তবে তাতে কোনও পাশ্চাত্য সংস্কৃতির ছোঁয়া নেই, পুরোটাই দেশি। ভিডিয়োতে রাতের খাবারের ডাইনিং টেবিল থেকে সুইমিং পুল, জলাশয় দিয়ে ঘেরা বাগান, সেসবই আলোর রোশনাইয়ে সেজে উঠেছে। সেখানেই বসে গান গাইছেন রাজস্থানী শিল্পীরা। রাতের খাবরের টেবিল গোলাপ দিয়ে সাজানো। বিয়ের মণ্ডপেও নাকি থাকবে গোলাপ, কেন না পরিণীতির নাকি গোলাপই পছন্দ।