বাংলা নিউজ > বায়োস্কোপ > এই রাত তোমার আমার দেখে কেঁদে ভাসালেন ঋদ্ধিমা! অপর্ণা-অঞ্জনের ছবির প্রিমিয়ারে দেব, পার্নো, ইশা সহ এলেন কারা?
পরবর্তী খবর
এই রাত তোমার আমার দেখে কেঁদে ভাসালেন ঋদ্ধিমা! অপর্ণা-অঞ্জনের ছবির প্রিমিয়ারে দেব, পার্নো, ইশা সহ এলেন কারা?
1 মিনিটে পড়ুন Updated: 30 Jan 2025, 07:14 AM ISTSubhasmita Kanji
Ei Raat Tomar Amar: আর মাত্র একদিনের অপেক্ষা। ৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই রাত তোমার আমার। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন। সদ্যই সেই ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেল। কারা কারা এলেন?
Ad
অপর্ণা-অঞ্জনের ছবির প্রিমিয়ারে দেব, পার্নো, ইশা সহ এলেন কারা?
আর মাত্র একদিনের অপেক্ষা। ৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই রাত তোমার আমার। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন। সদ্যই সেই ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেল। সেখানেই বসেছিল চাঁদের হাট। কে কে এলেন টলিউডের?
এদিন দেব এসেছিলেন অপর্ণা সেন অভিনীত এই ছবির প্রিমিয়ারে। তাঁকে এদিন একটি কালো সোয়েটার এবং জিন্স পরে থাকতে দেখা যায় । তিনি প্রিমিয়ারে এসেই তাঁর আরশিনগরের পরিচালক অপর্ণা সেনের সঙ্গে কথা বলেন। সময় কাটান। অঞ্জন দত্তের সঙ্গেও কথা বলতে দেখা যায় দেবকে।
অপর্ণা সেনকে এদিন একটি লাল পাড় সাদা শাড়িতে দেখা যায়। অন্যদিকে অঞ্জন দত্ত একেবারেই ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছিলেন। এই রাত তোমার আমার ছবির প্রিমিয়ারে এসেছিলেন ইশা সাহা, পার্নো মিত্র প্রমুখ। এসেছিলেন সন্দীপ্তা সেনও।
এদিন আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবি দেখে অশ্রুসিক্ত চোখে হল থেকে বেরিয়ে আসছেন টলিউড তারকারা । ঋদ্ধিমা ঘোষ তো রীতিমত হাউহাউ করে কেঁদে ফেলেন। তাঁকে আগলে রাখেন খোদ পরিচালক।
৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই রাত তোমার আমার। পরমব্রত চট্টোপাধ্যায় ছবিটির পরিচালনা করেছেন। ইতিমধ্যে ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। তখনই যাঁরা ছবিটি দেখেছেন সকলেই প্রশংসায় ভরিয়েছেন। এবার বড় পর্দায় মুক্তি পাওয়ার পালা অঞ্জন দত্ত, অপর্ণা সেন অভিনীত ছবিটির।