বাংলা নিউজ > বায়োস্কোপ > Parambrata-Piya: দোলে আলাদা অনুপম-প্রশ্মিতা, নতুন বউয়ের উপর থেকে চোখ সরছে না পরমের, কী বলছেন পিয়া
পরবর্তী খবর
বাতাসে বইছে প্রেম, নয়নে লাগিল নেশা…! বসন্ত আগেও বেশ কয়েকবার কড়া নেড়েছিল পরমব্রতর দ্বারে। কিন্তু পিয়াতেই বাঁধা পড়েছেন টলিপাড়ার এই হ্যান্ডসাম নায়ক। ২০২৩-এর শেষে ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত বিষয় ছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে। সমাজকর্মী তথা মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীকে বিয়ে করে কম কটাক্ষের মুখে পড়েননি নায়ক। কারণ পিয়া গায়ক-সুরকার অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। আরও পডুন-অনুপম মজে প্রশ্মিতায়, লাল পলাশের দেশে পরমের প্রেমে রাঙা পিয়া; দিলেন একান্তযাপনের ছবি