আশরাফ আরও লিখেছেন, ‘ওরা ধর্মকে মানুষের মধ্যে বিভাজনকারী হিসাবে ব্যাখ্যা করে এবং আমরা অন্ধ ভেড়ার মতো অনুসরণ করি। এধরনের প্রতিক্রিয়ার জন্য দুঃখিত। প্রতিটি মানুষকে ইদ মোবারক। শিল্পীরা সবসময় এভাবেই সকলকে কাছাকাছি আনুক’।
অনুশয় আশরাফ-শান
সাদা কুর্তা আর ফেজ টুপি পরে নমাজ পরার ভঙ্গিতে ইদে দিন একটি ছবি পোস্ট করেছিলেন শান। জানিয়েছিলেন ইদের শুভেচ্ছা। আর এরপরই তীব্র ট্রোলের মুখে পড়েন সঙ্গীতশিল্পী। যদিও পরে ট্রোলিংয়ের জবাবও দেন শান। এবার এই ঘটনায় শানের পাশে দাঁড়ালেন পাকিস্তানি অভিনেত্রী অনুশয় আশরাফ।
অনুশয় আশরাফ লেখেন, ‘ইদের শুভেচ্ছা জানিয়ে শান যে প্রতিক্রিয়া পেয়েছেন তা দুঃখজনক।’ লিখেছেন, ‘প্রিয় শান, আমরাও কখনও ঘৃণার বদলে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানাই নি। এভাবেই ধর্ণান্ধরা আমাদের উপর ছড়ি ঘোরাতে চায়, ভয় দেখাতে চায়।’
আশরাফ আরও লিখেছেন, ‘ওরা ধর্মকে মানুষের মধ্যে বিভাজনকারী হিসাবে ব্যাখ্যা করে এবং আমরা অন্ধ ভেড়ার মতো অনুসরণ করি। এধরনের প্রতিক্রিয়ার জন্য দুঃখিত। প্রতিটি মানুষকে ইদ মোবারক। শিল্পীরা সবসময় এভাবেই সকলকে কাছাকাছি আনুক’।
ইদের দিন বাঙালি সঙ্গীতশিল্পীর শানের শুভেচ্ছা ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বন্যা বয়ে যায়। অনেকেই প্রশ্ন তোলেন 'হিন্দু, ব্রাহ্মাণ হয়ে এই ছবি দিয়ে ইদের শুভেচ্ছা?' পরে ট্রোলের মুখে জবাবও দেন শান। জানান, ২০২০ সালে 'করম করদে' বলে একটি মিউজিম ভিডিয়োর জন্য ইসলাম ধর্মাবলম্বী সেজেছিলেন। ছবিটি তখনই তোলা। শানের প্রশ্ন ছিল , কিছুদিন আগে মাথায় কাপড় ঢেকেও স্বর্ণমন্দিরে গিয়ে ছবি দিয়েছিলেন। তখন কেউ প্রশ্ন তোলেননি যে কেন তিনি শিখদের মতো আচরণ করছেন? তবে তা এখন কেন?