আশির দশকে যখন বলিউডের নায়ক-নায়িকারা গাছ বা ফুলে মুখ ঢেকে চুমু খেতেন, তখন প্রকাশ্যে চুম্বন করে সকলের চোখ টেনেছিলেন পদ্মিনী কোলাপুরে। ভারতে আসা প্রিন্স চার্লসের গালে চুমু খেয়ে সেই সময় বড় বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী।ডায়ানার সঙ্গে বিয়ে হওয়ার বেশ কিছু বছর আগে লন্ডনের রাজ পরিবারের এই সদস্য এসেছিলেন ভারতে। আর সেই সময় বলিউডের এক ছবির সেটে গিয়েছিলেন তিনি। আর রাজকুমার আসার খবর পেয়ে একপ্রকার ছুটে এসেছিলেন পদ্মিনী।এখনও ইউটিউবে পাবেন সেই সাক্ষাতের ভিডিয়ো। যেখানে দেখা যায় চার্লসকে মালা পরিয়ে তাঁর গালে চুমু খান অভিনেত্রী। শুধু ভারত নয়, ইংল্যান্ডেও চাঞ্চল্য ফেলে দিয়েছিল এই ফুটেজ। এতটাই কথা হয়েছিল যে ২০১৩ সালের এক সাক্ষাৎকারে পদ্মিনী স্বীকার করেছিলেন, সেই সময় লোকে তাঁকে চিনত প্রিন্স চার্লসকে মুচু খাওয়া মহিলা হিসেবে। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘‘ওঁ ভারতে এসেছিলেন, জানি না কেন বলিউডের ছবির শ্যুট দেখার ইচ্ছে হয়েছিল। রাজকমল স্টুডিওতে আমরা আহিস্তা আহিস্তার শ্যুট করছিলাম। শশীকলাজি ওঁর আরতি করেন, আর আমি শুধু গালে একটা চুমু খাই। কিন্তু তখনের দিনে ওটাই ছিল বিশাল বড় ঘটনা। আমার মনে আছে আমি লন্ডনে গিয়েছি। সেখানে এক ব্রিটিশ ইমিগ্রেশন অফিসার আমাকে দেখে প্রশ্ন করেন, ‘আপনিই সেই মহিলা না যে প্রিন্স চার্লসকে চুমু খেয়েছিল?’ আমি তো লজ্জায় পড়ে গিয়েছিলাম।’’হিন্দুস্তান টাইমসকে পদ্মিনী বলেছিলেন, ‘আমি শুধু গালে একটা হালকা চুমু খেয়েছিলাম। মিডিয়াই ওটা নিয়ে বাড়াবাড়ি করেছিল।’