বিমান ভাড়া করে কনের বাড়িতে টাকার বৃষ্টি, একী কাণ্ড ঘটালেন বরের বাবা! এমন কাণ্ড কোথায় ঘটেছে?
1 মিনিটে পড়ুন Updated: 28 Dec 2024, 01:11 PM ISTপাক বরের বাবা প্লেন ভাড়া করে বিয়ের কনের বাড়িতে টাকা উড়িয়ে চর্চায় উঠে এসেছেন। ঠিক কী ঘটেছে?
পাক বরের বাবা প্লেন ভাড়া করে বিয়ের কনের বাড়িতে টাকা উড়িয়ে চর্চায় উঠে এসেছেন। ঠিক কী ঘটেছে?
ঘটা করে বিয়ে, এসব কাণ্ড দক্ষিণ এশিয়ার বিয়েতে বহু প্রাচীন রীতি। বিয়েতে জাঁকজমক তো এদেশেও নতুন নয়। বিয়েতে টাকা ওড়ানো, এ আর নতুন কী! উত্তর ভারতে এসব প্রায়শই দেখা যায়। এবার বিয়েতে প্লেন ভাড়া করে টাকা ওড়ালেন ছেলের বাবা। আর এই ঘটনা ঘটেছে হায়দরাবাদে। তবে সেটা তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদ নয়, এটা পাকিস্তানের সিন্ধ প্রদেশের হায়দরাবাদ।
ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তানি বাবার এই ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, কনের বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছে একটা বিমান, ছড়ানো হচ্ছে নগদ লক্ষ লক্ষ টাকা। গোটা ঘটনায় বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। উঠে এসেছে নানান মন্তব্য। একজন X ব্যবহারকারী এই ভিডিয়ো পোস্ট করে রসিকতা করে লিখেছেন, ‘পাত্রের বাবা ছেলের বিয়ের জন্য বিমান ভাড়া করে কনের বাড়িতে লাখ লাখ টাকা ফেলেছেন। এবার মনে হয় সারা জীবন ছেলে বাবার ঋণ শোধ করতে হবে’।
আরও পড়ুন-'খাদান' হিট, এরই মাঝে দেব-যিশু-ইধিকাদের নিয়ে মুখ খুললেন পরিচালক, কী এমন বললেন সুজিত?