বাংলা নিউজ > বায়োস্কোপ > Bachchan Family: ‘খিটখিটে আন্টি’ জয়ার মুখে হাসি! কাছের মানুষের বিয়েতে একফ্রেমে ‘ঐশ্বর্যহীন’ বচ্চন পরিবার
পরবর্তী খবর
অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্য কলহ ২০২৪ জুড়ে থেকেছে সংবাদ শিরোনামে। বছরের শেষলগ্নে এসেও সেই বিতর্ক যেন থামবার নয়। বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সহযোগীর বিয়ের অনুষ্ঠানেও মিসিং রাই সুন্দরী। রবিবার সন্ধ্যায় বচ্চন পরিবার একত্রিত হয়েছিল অমিতাভ বচ্চনের মালিকানাধীন প্রোডাকশন হাউস এবি কর্পের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ যাদবের ছেলের রিসেপশনে। সেখানে একফ্রেমে পাওয়া গেল অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং অভিষেক বচ্চনকে। আরও পড়ুন-মিটেছে দূরত্ব! ২য় সন্তানের পরিকল্পনা অভিষেক-ঐশ্বর্যর? লজ্জায় লাল বচ্চন-পুত্র, এল জবাব