বলিউডের সবথেকে জনপ্রিয় পাওয়ার কাপল তাঁরা। মাঝে মধ্যেই কাপল গোল দিয়ে থাকেন তাঁরা তাঁদের অনুরাগীদের। কিন্তু এর মাঝে আচমকাই ভাইরাল হল শাহরুখ গৌরীর পুরনো ভিডিয়ো। সেখানেই দেখা গেল কিং খান স্ত্রীকে নিয়ে কতটা পসেসিভ ছিলেন।
কী ঘটেছে?
আর চার পাঁচটা সম্পর্কের মতোই শাহরুখ খান এবং গৌরী খানের সম্পর্কেও একটা সময় অনেক টানাপোড়েন গিয়েছে, কঠিন সময় কাটিয়েছেন দুজন মিলে। তবে জানেন কি কিং খান তাঁর স্ত্রীকে নিয়ে কতটা পসেসিভ ছিলেন? অতীতে একবার গৌরী খাব সিমি গারেওয়ালের শোতে গিয়েছিলেন। সেখানেই জানিয়েছিলেন শাহরুখ খান ঠিক করে দিতেন তিনি কী পরবেন না পরবেন। এমনকি তাঁকে নাকি নিয়ন্ত্রণও করতে চাইতেন শাহরুখ। আর সম্প্রতি সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
এই ভিডিয়োতে গৌরী খানকে বলতে শোনা যাচ্ছে শাহরুখ খান তাঁকে সাদা শার্ট পরতে দিতে চাইতেন না। তিনি মনে করতেন সাদা শার্ট ভীষণ ট্রান্সপারেন্ট হয়। শাহরুখ তখন তাঁর কথা থামিয়ে বলেন, তিনি খালি পোশাকের ট্রান্সপারেন্সি নিয়ে ভাবিত ছিলেন তাই বলেন। তিনি জানিয়েছিলেন তিনি চান না তাঁর প্রেমিকা সাদা শার্ট পরুন বা চুল খোলা রাখুন।
এই বিষয়ে খোলসা করে শাহরুখ আরও জানান তিনি ইনসিকিওর বোধ করতেন যেহেতু তখন তিনি গৌরীর সঙ্গে তাঁর সম্পর্ককে সবার সামনে স্বীকৃতি দিতে পারেননি। তাই পসেসিভ হতেন। যদিও পরে কিং খান অনুভব করেন যে তাঁর এই আচরণ ঠিক ছিল না। কিন্তু সেসব করে তিনি শান্তি পেতেন।
গৌরী খান জানান এরপর তিনি শাহরুখের সঙ্গে লম্বা সময় কথা বলেননি। পরে শাহরুখ তাঁর ভুল বোঝেন এবং শুধরে নেন। বর্তমানে বলাই বাহুল্য তাঁরা বলিউডের অন্যতম আইকনিক জুটি।
প্রসঙ্গত শাহরুখ খান এবং গৌরী খান ১৯৯১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর আগে তাঁরা লম্বা সময় চুটিয়ে প্রেম করেছেন। তাঁদের তিনটি সন্তান আছে, আরিয়ান খান, সুহানা খান এবং আব্রাম খান।