বিতর্ক আর নুসরত জাহান যেন সমার্থক শব্দ! অভিনেত্রীর রাজনীতিতে আগমন থেকে নিখিল জৈনকে বিয়ে-বিচ্ছেদ, সবটা নিয়েই একটা সময় তুমুল আলোচনা হয়েছিল। এরপর মা হওয়া, যশের সঙ্গে সংসার, রাজনীতি থেকে সরে দাঁড়ানোর জন্যও আলোচনায় থেকেছেন তিনি। আরও পড়ুন-সৌরভের সঙ্গে বিচ্ছেদের ৫ বছর পর 'নতুন শুরু', মহাষ্টমীতে প্রেমে ইস্তেহার মধুমিতার, বিয়েটা কবে?
সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করায় হামেশাই আলোচনায় থাকেন যশ ঘরণী। অন্যদিকে ধর্ম টেনেও কম বিদ্রুপ করা হয় না তাঁকে। অষ্টমীর দিন সিঁদুর রাঙানো সিঁথিতে ধরা দিয়েছিলেন নুসরত, সেই সময় ধেয়ে এসেছিল কটাক্ষ। তবে ট্রোলিংকে কোনওদিনই পাত্তা দেন না নুসরত। শনিবার মন যতই বলুক নবমী, পঞ্জিকা মতে কিন্তু আজ দশমী। ইতিমধ্যেই উমা কৈলাশে পাড়ি দিয়েছেন। সেই কারণেই শনিবার নিয়ম মেনে অনেক পুজো মণ্ডপেই হল মা দুর্গার বরণ, সিঁদুরখেলা। ২১ পল্লীর পুজোয় স্বামী যশকে সঙ্গে নিয়ে সিঁদুর খেললেন নুসরত।
এদিন নুসরতের দেখা মিলল লাল পাড় সাদা জামদানি শাড়িতে। শাড়ির জমি জুড়ে রয়েছে সবুজ, হলুদ, লাল বুটির কাজ। নুসরত সাবেকি সাজে ধরা দিলেও সাদা রঙের শার্ট এবং নীল রঙের জিনসে ক্যাজুয়াল লুকে যশ দাশগুপ্ত। সিঁদুরখেলার ছবি পোস্ট করে একইসঙ্গে নবমী ও দশমীর শুভেচ্ছা জানালেন দম্পতি।
এই বছর ইশান একটু বুঝদার হয়েছে। তাই ছেলেকে নিয়ে দুর্গাপুজো জমিয়ে এনজয় করার প্ল্যান আগেভাগেই সেরে ফেলছিলেন যশ-নুসরত। এদিন সিঁদুর খেলরা সময় খুনসুটিতে মাতলেন দুজনে। শুরুতে নুসরত বরের গালে সিঁদুর লাগাতে এলে মুখ ঘুরিয়ে নেন যশ। তাতেই গোঁসা বউয়ের। পড়ে অবশ্য নিজেই গাল বাড়িয়ে দিলেন, এইভাবেই জমল দুজনের বিজয়া।
সপ্তমীর দিন ছিল যশের জন্মদিন। সেইদিনটাও চুটিয়ে এনজয় করেছেন সপরিবারে। অষ্টমীর দিন ছেলে ইশানকে নিয়ে দুর্গা-দর্শনে বেরিয়েছিলেন তাঁরা। বাঙালি বাবুর বেশে ধরা দিয়েছে খুদে। ধুতি-পাঞ্জাবিতে ভারী মিষ্টি লাগছিল যশ-পুত্রকে।
২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে রূপকথার বিয়ে সেরেছিলেন নুসরত জাহান। দু-বছরের মাথাতে নুসরত আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছেন, নিখিল জৈনের সঙ্গে বিয়ে ‘বৈধ নয়’। কারণ, এটা যেহেতু হিন্দু-মুসলিম বিয়ে সেক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে এই বিয়েতে স্বীকৃতি দরকার। সেটা হয়নি। তাই এটাকে সহবাসই বলা যেতে পারে। ২০২১ সালের অগস্ট মাসেই পুত্র সন্তানের জন্ম দেন তৎকালীন বসিরহাটের সাংসদ নুসরত। সন্তানের জন্মের দিন দশেক পর নুসরত স্পষ্ট জানিয়েছিলেন যশই তাঁর সন্তানের বাবা। যদিও তখনও সমাজের চোখে যশ ছিলেন নুসরতের সহবাস সঙ্গী। পরবর্তীতে নিজেদের স্বামী-স্ত্রী হিসাবেই পরিচয় করিয়ে দিয়েছেন তাঁরা। যদিও তাঁদের সেই গোপন বিয়ের দিনক্ষণ এখনও অজানা।