দু'দিন আগেই ধর্মতলায় জুনিয়র ডক্তারদের অনশনকে 'অরাজনৈতিক' বলে জানিয়েছিলেন আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ। আর এরপরই ডাক্তার-অভিনেতা কিঞ্জলের এমন মন্তব্যে একটু হলেও বিরক্ত হয়েছেন বলে জানান শ্রীলেখা মিত্র। যিনি কিনা শুরু থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করে এসেছেন, হঠাৎ সেই শ্রীলেখাই কিঞ্জলের 'অরাজনৈতিক আন্দোলন' মন্তব্যে সহমত হতে পারেননি।
বিরক্ত শ্রীলেখা নিজের ফেসবুকের পাতায় লেখেন, ‘কালকে ধর্মতলায় আন্দোলন ও প্রেস মিটের সময় ভিড়ের পিছনে দাঁড়িয়ে ছিলাম বিশ্বাস করুন ছাই না করুন। সেটা কথা নয়, কিঞ্জল নন্দ সহ এমডি সেলিম এবং অনশনকারী ডাক্তারদের বক্তব্য শুনলাম, আসল কথায় ফিরি- কিঞ্জলের এখনও ওই অরাজনৈতিক বিষয়টা কানে লাগলো… খানিক অবাক হলাম, হালকা বিরক্ত হলাম… এখনও? কোনও আন্দোলন অরাজনৈতিক হয় কি? কে জানে কম বুঝি আজকাল হয়ত। কারুর সংগ্রামকে অপমান করছি ভেবে বসবেন না যেন!’