অক্ষয় কুমারের হেরা ফেরি ৩ থেকে সরে দাঁড়ানোর খবরে আপনিও কি আপত্তি জানিয়েছিলেন? এমনকী ঠিক করে নিয়েছিলেন ছবি আর দেখবেনই না? তাহলে সুখবর। অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালকে দেখতে পাবেন আপনি। খিলাড়ি কুমার ইতিমধ্যে প্রোমোর শ্যুটও করে ফেলেছে। যদিও আসল ছবির কাজ পরে শুরু হবে। ছবির সঙ্গে জড়িত এক সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে আপাতত ছবির অ্যানাউন্সমেন্টের জন্য শ্যুট করেছেন ৩জন। মূল ছবির কাজ শুরু হতে দেরি আছে। ‘তারকারা ফিরে এসেছেন এবং তাঁরা হেরা ফেরি ৩-এর ঘোষণার প্রচারের জন্য আপাতত শ্যুটটি করেছেন। এটি নিশ্চিত করতে যে অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালই থাকছেন বোর্ডে। প্রোমোটি ছবিতে অন্যান্য অভিনেতাদের কাস্ট করা সম্পর্কেও সমস্ত জল্পনায় বিরাম দেবে। আপাতত চিত্রনাট্যের কাজ চলছে এবং শ্যুটিং শুরু হতে দেরি আছে।’অক্ষয় হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২২-এ নিজেই নিশ্চিত করেছিলেন যে সৃজনশীল পার্থক্যের কারণে, তিনি হেরা ফেরি ৩-এর অংশ হতে পারবেন না। সেই সময় তিনি বলেছিলেন, ‘এটা (হেরা ফেরি) আমার জীবনের আমার কেরিয়ারের একটা অংশ ছিল। আমার খারাপ লাগছে যে আমি এটার অংশ হতে পারিনি, তবে গোটা ব্যাপারটা যা ছিল সেটা আমাকে খুশি করেনি। ক্রিয়েটিভ ডিফারেন্সের কারণেই আমি সরে দাঁড়াই। আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ। আমি টুইটারে ‘No Raju, No Hera Pheri’ ট্রেন্ড হতে দেখেছি। তাঁদের যতটা খারাপ লাগছে, আমারও ততটাই। সত্যি এটা খুব দুখের বিষয়। আমি সকলের কাছে ধন্য। ভক্তরা আমাকে খুব ভালোবাসে। আমাকে নিয়ে তাঁদের মাতামাতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি হেরা ফেরি ৩-এর অংশ হতে পারলাম না। সরি।’ওই সূত্রের দাবি এরপরই প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা উঠেপড়ে লাগেন। বুঝতে পারেন অক্ষয় নিজেও চান হেরা ফেরি ৩-এর অংশ হতে। সঙ্গে দর্শকরাও অক্ষয়কে চান সিনেমায়। এরপর কথা বলে যে বাধা আছে তা কাটিয়ে নেন দুজনেই। আর এবার হয়ে গেল প্রোমো শ্যুটও।