
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
আইপিএলের মরশুম এলেই ধারাবাহিকের টিআরপি কমে। মা-বোনদের হাত থেকে টিভির রিমোট চলে যায় বাড়ির পুরুষদের হাতে। তার ফলে বেশ বড় রদবদল আসে টিআরপি-র তালিকাতে। এই সপ্তাহে যেমন ফিকশনে এগিয়ে থাকল ফুলকি। নিম ফুলের মধু আর জগদ্ধাত্রীকে হারিয়ে জি বাংলার এই ধারাবাহিক এবারেও বেঙ্গল টপার।
এদিকে নন ফিকশনেও কিন্তু বাজিমাত জি বাংলারই। আসলে বিগত কয়েকমাস ধরেই জলসায় নেই কোনও রিয়েলিটি শো। সোম থেকে রবি ফিকশন শোগুলিরই সম্প্রচার হয়। তবে জি বাংলার নন ফিকশনের ঝাঁপি বেশ লম্বা। এর মধ্যে ঘরে ঘরে জি বাংলা বরাবরের মতো এবারেও আটকে থাকল ১.২ নম্বর পেয়ে।
আরও পড়ুন: ‘বান্ধবী চলে যাবে…’, খুদেদের সঙ্গে প্রেমিকা নিয়ে আড্ডা দাদাগিরিতে, সৌরভ দিল টিপস
দিদি নম্বর ১ সোম থেকে শনি নম্বর পেয়েছে ২.৮। অন্য দিকে দাদাগিরি টিআরপি তুলল ৪.৬। তবে সবাইকে টক্কর দিয়ে গেল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড। পেল ৮.২। বরাবরই জি-এর এই অ্যাওয়ার্ড শো-র চাহিদা থাকে তুঙ্গে। পছন্দের অভিনেতা-অভিনেত্রী-সিরিয়ালের হাতে সেরার পুরস্কার ওঠা তারিয়ে তারিয়ে উপভোগ করে সকলে। সঙ্গে তারকাদের ধামাকেদার পারফরমেন্সের চাহিদা তো আছেই।
আরও পড়ুন: একবারও হাসপাতালে আসেনি মেয়ে, বাড়ি ফিরলেন ‘ব্রজবালা’ বাসন্তীদেবী! কবে ফিরছেন গীতা এলএলবি-র সেটে
চলতি বছরে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড গিয়েছে জগদ্ধাত্রীর ঝুলিতে। প্রিয় শ্বশুর থেকে প্রিয় খলনায়িকা, সেরা নায়ক-নায়িকা, সেরা জুটি, জি ফাইভের সবচেয়ে জনপ্রিয় মেগা, সব খেতাবই পায় এই মেগা। বেশি পুরস্কার পাওয়ার তালিকায় ছিল ফুলকি আর নিম ফুলের মধুও। প্রিয় বর-বউ হন পর্ণা-সৃজন, প্রিয় টক-মিষ্টি-ঝাল জুটি সোমরাজ-তিতির, প্রিয় বউমা শিমুল, প্রিয় সংসার- রায়চৌধুরী পরিবার (ফুলকি), ডিভা অফ দ্য ইয়ার- পর্ণা (নিম ফুলের মধু)।
ঘরে ঘরে জি বাংলা (১.২)
দিদি নম্বর ১-সোম থেকে শনি (২.৮)
দাদাগিরি (৪.৬)
জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড (৮.২)
জলসা সানডে ফিকশন (৪.৪)
আরও পড়ুন: বাবাকে হারিয়ে পেয়েছিলেন ‘দেবতা’, সেই কাছের মানুষই ছেড়ে গেল সুদীপাকে
ফিকশনে এবারে বেঙ্গল টপার ফুলকি (৮.৪)। দ্বিতীয় নম্বরে নিম ফুলের মধু (৮.৩)। আর তিন নম্বরে যৌথভাবে জগদ্ধাত্রী আর গীতা এলএলবি। পেয়েছে ৭.৮। ৪ নম্বরে কোন গোপনে মন ভেসেছে (৭.২)। আর পাঁচে কথা (৭.০)।
৳7,777 IPL 2025 Sports Bonus