২০২৩ সালেই একটা লম্বা বিরতির পর বড় পর্দায় ফিরে এলেন শাহরুখ খান। আর তিনি যেন গত বছর নিজের সঙ্গে করে ম্যাজিক নিয়ে এসেছিলেন। তাঁর তিনটি ছবিই বক্স অফিস হিট করে। তাঁর জন্যই এ যুগের আরও একাধিক সুপারস্টারদের ছবিও ভালো ব্যবসা করে কারণ মানুষ হলমুখী হয়ে উঠেছে আবার। এই বছর যেমন রণবীর কাপুরের অ্যানিম্যাল এখনও পর্যন্ত ৮৫০ কোটির ব্যবসা করে ফেলেছে। এবার পালা ২০২৪ সালের। এই বছর এখনও পর্যন্ত যা খবর তাতে বলিউডের কোনও খানেরই ছবি আসছে না। সেখানে দাঁড়িয়ে বক্স অফিসের হাল কেমন হয় সেটাই দেখার।
তবে কেবল যে বলিউডের খানদের ছবি ২০২৪ সালে আসছে না সেটাই নয়। একই সঙ্গে বলিউডের এ যুগের একাধিক তারকা যেমন রণবীর কাপুর, রণবীর সিংয়েরও কোনও ছবি মুক্তি পাচ্ছে না এই বছর। ফলে ২০২৩ সালে বলিউড অর্থনৈতিক ভাবে যে সফলতা দেখেছে সেটা ২০২৪ সালে বজায় রাখার দায়িত্ব অক্ষয় কুমার, অজয় দেবগন, হৃতিক রোশনদের কাঁধে।
আরও পড়ুন: বিতর্কের পর রাজ্য সঙ্গীত নিয়ে নয়া বিজ্ঞপ্তি সরকারের, অপরিবর্তিত থাকছে বাংলার মাটির লিরিক্স
আরও পড়ুন: 'সবটা বড্ড দ্রুত হয়ে গেল...' বিয়ের মাত্র কদিন আগেই ফিল্মি কায়দায় সুরাকে প্রপোজ করেন আরবাজ! প্রকাশ্যে ভিডিয়ো
যেহেতু এই বছর বলিউডের বহু তাবড় তাবড় অভিনেতাদের কোনও ছবি হয়তো মুক্তি পাবে না সেহেতু একটা প্রশ্ন উঠছে যে ২০২৩ সালে বলিউড যে সাফল্য চেখে দেখ সেটা কি ২০২৪ সালেও ঘটবে আবার?