প্রাক্তনের সঙ্গে কোনও তিক্ততা নেই, বরং প্রাক্তন স্বামী নতুন করে ঘর বাধাঁয় খুশি তিনি। অনুপম রায়ের তৃতীয় বিয়ের পর এমনটাই জানিয়েছিলেন পিয়া চক্রবর্তী। নেটপাড়ার নীতি-পুলিশেরা গত কয়েক মাসে কম প্রশ্নের জর্জরিত করেননি পিয়াকে। তাঁর চরিত্র নিয়ে কাটাছেঁড়া চলেছে, তবে সব প্রশ্নবাণ সামাল দিয়েছেন পরম-ঘরণী।
প্রাক্তন স্বামীর বন্ধুকে বিয়ে করায় ট্রোলড হয়েছেন পিয়া। এতকিছুর পরেও অনুপম রায়ের সঙ্গে যোগাযোগের পথ পুরোপুরি বন্ধ করেননি তিনি। ভার্চুয়াল মাধ্যমে আজও অনুপমকে ফলো করেন পিয়া। কিছুদিন আগে গায়কের পোস্টে লাইক দিয়ে ‘ভার্চুয়াল’ পাড়ায় ‘ভাব’-এর বহিঃপ্রকাশও করেছিলেন। দোলের সময় ঢাকা গিয়েছিলেন অনুপম, আর ঢাকাই খাবারের পোস্টেই এসেছিল পিয়ার লাইক। এবার বরের হাত ধরে নিজেই ঢাকায় পৌঁছে গেলেন পিয়া।
ঢাকা সফরের টুকরো ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন পরমব্রত-পিয়া। বিয়ের পর হানিমুনে আয়ারল্যান্ড গিয়েছিলেন দুজনে। এবার প্রতিবেশি দেশে ঝটিকা সফরে তাঁরা। কী জন্য ঢাকা সফরে দুজনে? উত্তর জানা নেই। তবে ওপার বাংলায় গিয়ে ইফতারের দাওয়াতের স্বাদ চেটেপুটে নিলেন নবদম্পতি।