ঋষি কাপুর ও নীতু কাপুরের একমাত্র ছেলে রণবীর। শোনা যায়, রণবীর নাকি বেশকিছুটা Mama's boy। তবে আপাতত আলিয়াকে বিয়ে করে নতুন সংসার পেতেছেন রণবীর। থাকেনও আলাদা। তবে নীতুর সঙ্গে নিয়মিত কথা হয় ছেলের। আলিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ছেলেকে কী পরামর্শ দেন নীতু? সম্প্রতি সেবিষয়টি নিজেই খোলসা করেছেন নীতু।
সম্প্রতি 'কফি উইথ করণ'-এর ৮ নম্বর সিজনে অতিথি হয়ে এসেছিলেন নীতু। করণ তাঁকে প্রশ্ন করেন, তিনি কি ছেলে রণবীর আর বউমা আলিয়াকে তাঁদের দাম্পত্য জীবন নিয়ে কোনও পরামর্শ দিতে চান? যে অভিজ্ঞতা নীতু নিজের দাম্পত্য জীবন থেকে উপলব্ধি করেছেন?
এর উত্তরে বাস্তববাদী নীতু বলেন, ‘কিছুই না। কারণ বর্তমান যুগে, আমি ওদের বলব, তুমি যা করতে চাও তাই করো। শুধু সুখী হও। এছাড়াও, প্রতিটি প্রজন্ম আলাদা। আমি ঋষির সঙ্গে আমার বিয়ের পর যা করেছি, আমি আশা করতে পারি না ওরাও একই কাজ করবে। তাই ওরা জানে ওদের কী করতে হবে।’
আরও পড়ুন-‘ঘুমিয়ে পড়েছিলাম, রাত তখন ১২টা আমির এসে দরজায় টোকা দিলেন, তারপর স্ট্রিট লাইটের নিচে…’, ফাঁস করলেন মুস্তাক
করণের শোয়ে এসে নাতনি রাহাকে নিয়েও কথা বলেছেন নীতু। জানিয়েছেন, আলিয়ার মা সোনি রাজদানের সঙ্গেও তাঁর সুন্দর বন্ধুত্ব রয়েছে। নীতুর কথায়, ‘আমার বাড়িতে বাচ্চাটা বেড়ে উঠছে। আমি রাহাকে যে দেখে তাঁকে নির্দেশ দিচ্ছি ওকে বাবা বলতে শেখাও। এদিকে সোনি বলছে ওকে মাম্মা বলতে শেখাও।' করণ শুনে মজা করে বলেন, 'আপনি এখন তাহলে ছোট যুদ্ধের মধ্যে রয়েছেন।’