বাংলা নিউজ > বায়োস্কোপ > Nawazuddin Siddiqui: ‘শনিদেব’এর জন্য শ্রীলঙ্কার সমুদ্রে ভ্রমণ, নৌকা থেকে উল্টে পড়ছিলেন নওয়াজউদ্দিন, তারপর?
পরবর্তী খবর
Nawazuddin Siddiqui: ‘শনিদেব’এর জন্য শ্রীলঙ্কার সমুদ্রে ভ্রমণ, নৌকা থেকে উল্টে পড়ছিলেন নওয়াজউদ্দিন, তারপর?
1 মিনিটে পড়ুন Updated: 11 Jan 2024, 10:26 AM ISTRanita Goswami
নওয়াজ বলেন, ‘আমরা যখন শ্রীলঙ্কার শ্যুটিং করছিলাম, তখন জলের মধ্য নৌকা থেকে একপ্রকার পড়েই গিয়েছিলাম। প্রবল ঢেউ আমাদের নৌকাকে এসে ধাক্কা দেয়, আমি একপ্রকার পড়ে গিয়েছিলাম। তবে আমি ভাগ্যবান যে আবার সমুদ্রের বদলে নৌকায় উঠে আসতে পেরেছি। তবে একটা ভালো বিষয় এই সত্যি ঘটনাটি ক্যামেরায় লেন্সবন্দি করা গিয়েছে।
নওয়াজউদ্দিন সিদ্দিকি
এবার দক্ষিণী ছবির দুনিয়ায় পা রাখছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। শৈলেশ কোলানু পরিচালিত 'শনিদেব' ছবিতে দেখা যাবে নওয়াজকে। ঠিক সংক্রান্তির সময় ১৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে নওয়াজের ‘শনিদেব’। ছবিতে বিকাশ মালিক নামে এক ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে নওয়াজকে। সম্প্রতি হায়দরাবাদের এক সংবাদমাধ্যমকে 'শনিদেব' নিয়েই কথা বলেছেন নওয়াজ।
নওয়াজউদ্দিন বলেন, তিনি তাঁর কেরিয়ারে বিভিন্নরকম চরিত্রে অভিনয় করেছেন। কখনও তিনি নায়ক, কখনও আবার খলনায়ক। তবে শনিদেব ছবিতে তাঁর চরিত্রটি তাঁকে আগ্রহী করেছিল, আর তাতেই তিনি রাজি হয়ে যান। নওয়াজের কথায়, ‘আমি নায়ক নাকি খলনায়কের ভূমিকায়, সেভাবে কখনও দেখিনা। একটা ভাল চরিত্র আমাকে সবসময়ই উত্তেজিত করে, আর সেটাই গুরুত্বপূর্ণ। আসলে, কখনও কখনও নেতিবাচক ভূমিকা আপনাকে ভাল চরিত্রের থেকেও অনেক বেশি সুযোগ দেয়। শৈলেশ আমার জন্য এরকমই একটা চরিত্র লিখেছেন।’ নওয়াজ বলেন, ‘যদি আমি সুযোগ পাই, আমি ওশোর বায়োপিকে অভিনয় করব।’
এদিকে 'শনিদেব'-এর জন্য শ্রীলঙ্কায় শ্যুটিংয়ের কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন নওয়াজ। নওয়াজ বলেন, ‘আমরা যখন শ্রীলঙ্কার শ্যুটিং করছিলাম, তখন জলের মধ্য নৌকা থেকে একপ্রকার পড়েই গিয়েছিলাম। প্রবল ঢেউ আমাদের নৌকাকে এসে ধাক্কা দেয়, আমি একপ্রকার পড়ে গিয়েছিলাম। তবে আমি ভাগ্যবান যে আবার সমুদ্রের ডুবে যাওয়ার বদলে নৌকায় উঠে আসতে পেরেছি। তবে একটা ভালো বিষয় এই সত্যি ঘটনাটি ক্যামেরায় লেন্সবন্দি করা গিয়েছে। নির্মাতারা এটা ছবির একটা দৃশ্য হিসাবেই রাখবেন। আমি বাজি ধরতে রাজি, আর দর্শক এটাই পছন্দ করেন। ’