ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ তিনি। বিয়ের ফুল ধারাবাহিকে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। কিন্তু গত বছরের মাঝামাঝি সময় আচমকাই তিনি এবং তাঁর ব্যক্তিগত লাইমলাইটে উঠে আসে। নেপথ্যে ছিল তাঁর এবং জিতু কমলের বিচ্ছেদের খবর। ইতিমধ্যেই তাঁদের ডিভোর্স আইনি ভাবে সম্পন্ন হয়েছে। এখন অভিনেত্রীর কাছে প্রেম বা বন্ধুত্ব বলতে কী? কী জানালেন তিনি?
ডিভোর্সের পর প্রেম বন্ধুত্ব নিয়ে কী জানালেন নবনীতা দাস
প্রায় এক দশক আগে দ্বীপ জ্বেলে যাই ধারাবাহিকের মাধ্যমে বিনোদন জগতে পা রেখেছিলেন। এরপর একাধিক ধারাবাহিকে কাজ করে তিনি নজর কেড়েছেন। কিন্তু গত বছর বিচ্ছেদের খবর ঘোষণা করতেই চর্চা শুরু হয় তাঁকে এবং তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। বর্তমানে তিনি সেসব কিছুকে অতিক্রম করে অনেকটাই এগিয়ে গিয়েছেন অনেকটাই। কিন্তু তবুও এই সময় দাঁড়িয়ে পিছু ফিরে তাকালেন জীবনের দিকে। তিনি জানিয়েছেন ডিভোর্স হলেও বন্ধুরা কখনই হাত ছেড়ে যায়নি তাঁর। তিনিও তাঁদের জন্য অনেক কিছুই করেছেন।
ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে নবনীতা জানিয়েছেন, 'আমি স্কুলে ফোন নিয়ে যেতাম। আমার ফোন দিয়েই বন্ধুরা তাদের প্রেমিকদের সঙ্গে কথা বলত। আমি ওদের প্রেমে অনুঘটকের কাজ করতাম।'
কিন্তু এখন কি কোনও সম্পর্কে আছেন নবনীতা?
এই প্রশ্নের সোজাসুজি উত্তর না দিলেও অভিনেত্রী জানিয়েছেন 'আমি এই আইনি জটিলতা দ্রুত শেষ হোক সেটাই চেয়েছিলাম। আমি পুরনো সম্পর্কের কোনও ভার নিয়ে নতুন সম্পর্কে যেতে চাইনি। সেটা আমার সঙ্গীর জন্য ঠিক হতো না।'
আরও পড়ুন: 'সব শুকিয়ে গেছে...' ৫৩ বছরে এসে শ্রীময়ীকে বিয়ে, তারপরই এমন কেন বললেন কাঞ্চন?