সম্প্রতি, শাহরুখ খান জওয়ান ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। ৩৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর, অভিনেতা দেশের সবচেয়ে বিশেষ পুরস্কার জিতেছেন। তাঁর ভক্ত এবং বিনোদন জগতের তারকারা অভিনেতাকে তাঁর এই জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন। কিন্তু এমনও কিছু ব্যক্তি ছিলেন যাঁরা জওয়ানে শাহরুখের অভিনয়কে জাতীয় পুরস্কার জেতার যোগ্য মনে করেননি। আর এবার তাঁদের বিরুদ্ধেই সরব হলেন মুকেশ খান্না, শাহরুখের পাশে দাঁড়ালেন অভিনেতা।
আরও পড়ুন: চর্চিত বান্ধবী আরজে মাহভাশের খুশির খবরে এ কী মন্তব্য করলেন চাহাল!শোরগোল নেটপাড়ায়
শাহরুখ খানকে সমর্থন করলেন মুকেশ খান্না
মুকেশ খান্না স্পষ্টবাদী হিসেবে পরিচিত। সম্প্রতি, তিনি শাহরুখ খানকে দেওয়া জাতীয় পুরস্কার নিয়ে কথা বলেছেন। আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মুকেশ বলেন, 'যাঁরা বলছেন যে শাহরুখ খানের এই ছবির (জওয়ান) জন্য নয়, স্বদেশ ছবির জন্য পুরস্কার পাওয়া উচিত ছিল, তাঁদের মনে রাখা উচিত যে, আর রহমান 'জয় হো' ছবির জন্য অস্কার পেয়েছিলেন, তার আগে তাঁর রচিত অন্যান্য ভালো ভালো গানের জন্য নয়।'
মুকেশ খান্না কিং খানকে সমর্থন করে আরও বলেন, ‘শাহরুখ গত ৪০ বছর ধরে কঠোর পরিশ্রম করে আসছেন। তিনি যদি জাতীয় পুরস্কার পান তাহলে তাতে দোষের কী?' মুকেশ খান্না ছাড়াও হিন্দি চলচ্চিত্র জগতের অনেকেই শাহরুখকে সমর্থন করেছেন। কিং খানের ছবি ‘জওয়ান’ বক্স অফিসে রেকর্ড আয় করেছিল।
প্রসঙ্গত, সম্প্রতি মালায়ালম অভিনেত্রী উর্বশী, শাহরুখ খানকে জাতীয় পুরস্কার দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন। অভিনেত্রীর মতে, সেরা অভিনেতার পুরস্কার বিজয় রাঘবনকে দেওয়া উচিত ছিল। উর্বশী সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার জিতেছেন, যা নিয়ে তিনি খুশি নন।
উল্লেখ্য, জাতীয় পুরস্কার প্রসঙ্গে শাহরুখও তাঁর অনুরাগীদের সঙ্গে নানা কথা ভাগ করে নিয়েছিলেন। নায়ক বলেন, ‘জাতীয় পুরস্কারের সম্মানিত হয়ে আমি ভীষণ খুশি। জুরি, তথ্য এবং সম্প্রচার মন্ত্রককে আমার ধন্যবাদ। এটা এমন একটা মুহূর্ত যা চিরকাল আমার মনে থেকে যাবে। যারা আমাকেই সম্মানের যোগ্য বলে মনে করেছেন তাঁদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাজু স্যার, অ্যাটলি স্যার আমাকে এই ছবিতে সুযোগ করে দেওয়ার জন্য।'