‘রঘুডাকাত’ হয়ে ধরা দেবেন তিনি, তাই আপাতত চলছে তারই প্রস্তুতি। জোরকদমে নিজকে ছবির জন্য গড়ে তুলতে তৈরি সুপারস্টার দেব। আর তাই রবিবার সক্কাল সক্কাল ময়দানে গিয়েই সময় কাটল তারকা অভিনেতার। আপাতত ঘোড়ায় চড়া শিখতে ব্যস্ত তিনি। তারই বেশকিছু ঝলক নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
পরনে কালো রঙের ট্র্যাক প্যান্ট, গায়ে ফুলস্লিভ পিত্তি রঙের গেঞ্জি, আর মাথায় হেলমেট। বাদামী রঙের একটা ঘোড়ায় চড়ে বসেছিলেন সাংসদ অভিনেতা। ঘোড়ার গলায় বাঁধা রশিতে টান দিতে ঘোড়া চলতে শুরু করল। দেবের ঠিক সামনে আরও একটি ঘোড়ায় ছিলেন প্রশিক্ষক। তাঁকে দেখেই শিখলেন সুপারস্টার। ছবি ও ভিডিয়ো ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করে দেব লিখেছেন, ‘রবিবার সকালটা এভাবেই কাটল…’। অভিনেতার এই পোস্টের নিচে অনেকেই তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। এদিকে জানা যাচ্ছে, অভিনেতা নাকি শুধু ঘোড়া চালনা শেখাই নয়, রঘু ডাকাতের সময়কার ভাষাও রপ্ত করছেন।
আরও পড়ুন-‘মানুষ কী করে এত হিংস্র হয়ে পড়েছে…’ তীব্র আক্রমণের মুখে বিপর্যস্ত অভিনেত্রী প্রত্যুষা পাল, কী ঘটেছে?
আরও পড়ুন-জিতুর বাহুলগ্না, ঘনিষ্ঠ হয়ে নাচছেন দিতিপ্রিয়া, লেন্সবন্দি সেই মুহূর্ত… অভিনেতা বলছেন ‘ভালোবাসা এখন…’