আজ ১৪ মে, আন্তর্জাতিক মাতৃ দিবস। গোটা পৃথিবীতেই মা ও তাঁদের সন্তানদের কাছে এটা একটা বিশেষ আবেগের দিন। 'মা' দিবসে, নিজের মাকে নিয়ে কিছু কথা হিন্দুস্তান টাইমস বাংলার জন্য লিখছেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়।
মায়ের সঙ্গে কৌশানি
কৌশানি মুখোপাধ্যায়, অভিনেত্রী
আগামী ১৭ মে আমার জন্মদিন। আর ওই দিনের ঠিক আগেই আসে ১৪ মে, 'মাদার্স ডে'। যেকোনও মা ও সন্তানদের কাছেই হয়ত এই দিনটা স্পেশাল। আমার কাছেও 'মাদার্স ডে' (মাতৃ দিবস) তেমনই একটা সেলিব্রেশনের দিন ছিল। তবে এখন এটা আমার জীবনে একটা দুঃখ, মন খারাপের দিনে পরিণত হয়েছে। ‘মাদার্স ডে’তে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখে তাই মন খারাপ হয়ে যাচ্ছে। পুরনো স্মৃতিকে মনে করা ছাড়া আমার কাছে আর কোনও বিকল্প নেই।
মা-যে আমার কাছে কী ছিলেন, সেটা আর কীভাবে কাকে বোঝাব! আমার কাছে সবকিছুই মা ছিল, যেটাই ঘটত, মাকে এসে বলতাম। যেকোনও ছোটবড় ঘটনা, ভালো-খারাপ সবকিছুই মাকে এসে বলতাম। মায়ের থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শও নিয়েছি। আমার কাছে তাই আজকের দিনে মা-কে মিস করা ছাড়া কিছুই নেই।