মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’-এর অভিনেত্রী অনীত পান্ডা এখন ন্যাশানাল ক্রাশ হয়ে উঠেছেন। তাঁর কিউটনেস এবং অভিনয় দুটোই প্রশংসিত হচ্ছে। এবার মোহিত সুরি তাঁর এবং আহান পান্ডের কাস্টিং সম্পর্কিত একটি মজার গল্প বলেছেন। মোহিত অনীতকে বেছে নেওয়ার কারণ কী ছিল তা জানিয়েছেন। এছাড়াও, আহানকে দেখার পর প্রাথমিক ভাবে তার সন্দেহ ছিল। তবে, তাঁর সঙ্গে সময় কাটানোর পর, তিনি অনুভব করেছিলেন যে তিনিই উপযুক্ত।
আরও পড়ুন: নীল জলে বিকিন লুকে উষ্ণতা ছড়ালেন মিমি! 'রক্তবীজ ২'-এ বড় চমক নায়িকার
মোহিত সুরি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবির কাস্টিং নিয়ে নানা আলোচনা করেছেন। তিনি বলেন যে আদিত্য চোপড়া তাঁর সঙ্গে আহানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। যখন তিনি তাঁর সঙ্গে দেখা করেছিলেন, তখন প্রথমে তিনি ভাবেননি যে, আহানের মধ্যে মোহিতের পছন্দের চরিত্রটি লুকিয়ে রয়েছে। তবে, তার সঙ্গে সময় কাটানোর পর, তিনি বুঝতে পেরেছিলেন যে, আহানের মধ্যে সেই গুণাবলী রয়েছে যা মোহিত খুঁজছিলেন। তিনি অনীতকে ছবিতে নেওয়ার বিষয়েও একটি আকর্ষণীয় ঘটনা ভাগ করে নিয়েছিলেন।
মোহিত বললেন, 'আমি যদি সঠিক না হই তাহলে দুঃখিত, কিন্তু একটা জিনিস বেশ ভয়ঙ্কর ছিল তা হল, আমি এমন একটি ২০-২২ বছর বয়সী মেয়েকে চেয়েছিলাম যাঁর মুখ বা শরীরের কোনও কসমেটিক সার্জারি কখনও করা হয়নি। অনীত আগেও কিছু কাজ করেছিলেন এবং তা দুর্দান্ত ছিল। বিশেষ করে আমার যে চরিত্রে ওঁকে প্রয়োজন ছিল, তার জন্য অনীত একদম যথার্থ ছিল। ও অনেক অডিশনের পরে এসেছিল।'
মোহিত সুরি জানান, তবে অনীতের সঙ্গে প্রথম দেখাটা ভালো ছিল না। তিনি বলেন, ‘প্রথম দেখাটা খুব একটা ভালো ছিল না। ও একটা হলুদ পোশাক পরে অফিসে এসেছিল। আহান আমার সঙ্গে ছিলেন। আমি অনীতকে বললাম, তুমি এ কী পরেছ? কেউ ওঁকে বলেছিল যে চরিত্রটি এরকম। ও আমার কথা শুনে ভয় পেয়ে যায়। কিন্তু যখন এই প্রজন্ম ভয় পায়, তখন তাঁরা খুব বেশি কথা বলতে শুরু করে। কিন্তু আহান পরিস্থিতি সামলে নেন।’ মোহিত সুরি জানান, অহান সেদিন অনীতের পরিস্থিতি সামলেছে।