প্রকাশ্যে এল এবারের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। পশ্চিমবঙ্গ থেকে একাধিক শিল্পীরাই এবারের এই বিশেষ পুরস্কার পেতে চলেছেন। শিল্প থেকে বিজ্ঞান, সমাজ সেবা সহ বিভিন্ন কাজের জন্য তাঁরা এই পুরস্কার পাচ্ছেন।
পদ্মশ্রী পাচ্ছেন কারা?
এবার পশ্চিমবঙ্গের তরফে ৮ জন শিল্পী পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন, সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী যাঁর গান এদেশেও সমান ভাবে বিখ্যাত, সেই রেজওয়ানা চৌধুরী বন্যা। বলাই বাহুল্য তিনি তাঁর গানের জন্য এই পুরস্কার পাচ্ছেন। এছাড়া রতন কাহারও পাচ্ছে লোকসঙ্গীতে তাঁর অবদানের জন্য এই পুরস্কার। তালিকায় নাম আছে জনপ্রিয় শিল্পী সনাতন রুদ্র পালের। তাঁর হাতের তৈরি প্রতিমা জগৎ বিখ্যাত। তন্দিরা বেগম এবং গীতা রায় বর্মনও এবার তাঁদের শিল্পের জন্য এই বিশেষ পুরস্কারে সম্মানিত হতে চলেছেন। বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন দুজন, এঁরা হলেন নারায়ন চক্রবর্তী এবং একলব্য শর্মা। পুরুলিয়ার দুখু মাঝিও এই পুরস্কার পাচ্ছেন তাঁর সামাজিক কাজের জন্য। আজীবন ধরে তিনি পুরুলিয়াকে সবুজ করে তোলার চেষ্টা করেছেন, গাছ লাগিয়েছেন। সেই জন্যই তিনি এই পুরস্কার পাচ্ছেন।
আরও পড়ুন: ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে, শ্বেতার পর এবার রহস্যজনক পোস্ট অভিষেকের, ব্যাপারটা কী?
আরও পড়ুন: উইকেন্ডের আগেই পার্টি মুড অন! ফাইটারের গানে মেয়ের সঙ্গে আয়ুষ্মানের নাচ দেখে কী বললেন মুগ্ধ হৃতিক?
বাংলার এবারের পদ্মভূষণ প্রাপকরা
এবার বাংলা থেকে তিনজন পদ্মভূষণ পাচ্ছেন তাঁদের কাজের জন্য। তবে এঁদের মধ্যে একজন ইতিমধ্যেই প্রয়াত হচ্ছেন। তিনি তাঁর মৃত্যুর পর এই পুরস্কার পাচ্ছেন। মিঠুন চক্রবর্তী তাঁর অভিনয় এবং অভিনয় জগতে অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন। গানের জন্য একই পুরস্কার পাচ্ছেন ঊষা উত্থুপ। পাবলিক অ্যাফেয়ারের জন্য এই পুরস্কার পাচ্ছেন সত্যব্রত মুখোপাধ্যায়। তিনি মৃত্যুর পর এই পুরস্কার পাচ্ছেন।
আরও পড়ুন: 'আমার বাবা কে জানিস এটা বলুক...' প্রভাব - প্রতিপত্তি খাটিয়ে সন্তানদের মানুষ করতে চান না বিবেক