সোমিতৃষা বলেন, ‘না, না খারাপ কেন লাগবে! কেউ ভালো বললে, সঙ্গে খারাপটাকেও গ্রহণ করতে হবে। কেউ ভালো মনে বলেন, কেউ আবার আঘাত দিয়ে, বুঝতে পারি! তবে ঘুম থেকে উঠে যখন সৌমিতৃষা নামটা শুনি তখন ভালোলাগা কাজ করে।’
সৌমিতৃষা কুণ্ডু
সকলের প্রিয় ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুণ্ডু, এই নামটার সঙ্গে এখন বাংলা টেলিভিশনের দর্শক ও সিনেমাপ্রেমী উভয়ই পরিচিত। বাংলা টেলিভিশনের হাত ধরে যাত্রা শুরু, তারপর কেরিয়ারের শেষ ৩ বছর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সৌমিতৃষাকে। মিঠাই-এর হাত ধরে সাফল্যের শুরু, সুপারস্টার দেবের সঙ্গে জীবনের প্রথম ছবি, সেটাও সুপারহিট।
সেতো না হয় হল, সাফল্য কার না ভালো লাগে! তবে কিছু ভালোর সঙ্গে খারাপও জুড়ে থাকে। আর এই খারাপের মধ্যে অন্যতম হল নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং। তারকা হওয়ার বিড়ম্বনা আর কি! সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের ভালোবাসার সঙ্গে প্রায়দিনই কটাক্ষের মুখে পড়তে হয় সৌমিতৃষাকে। তবে এসব নিয়ে কী মত অভিনেত্রীর?
ট্রোলিং নিয়ে TV9কে সোমিতৃষা বলেন, ‘না, না খারাপ কেন লাগবে! কেউ ভালো বললে, সঙ্গে খারাপটাকেও গ্রহণ করতে হবে। কেউ ভালো মনে বলেন, কেউ আবার আঘাত দিয়ে…, বুঝতে পারি! তবে ঘুম থেকে উঠে যেদিন সৌমিতৃষা নামটা শুনি তখন ভালোলাগা কাজ করে।’