মীর আফসার আলি সোমবার, ১৯ অগস্ট কলকাতার সঙ্গীত শিল্পীদের আয়োজিত প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন। তারপরই তিনি নতুন করে আবারও প্রতিবাদের ডাক দিলেন। দফায় দফায় প্রতিবাদ মিছিল জারি রাখতে বললেন সহণাগরিকদের। সুপ্রিম কোর্টের কোন কথা নিয়ে প্রশ্ন তুললেন?
আরও পড়ুন: বিতর্ক উপেক্ষা করে পথে নামলেন ইমন-মনোময়-অনুপম-রূপমরা, কৌশিকী বললেন, 'রাতে কাজ পড়লে যাব না?'
কী জানালেন মীর?
মীর সুপ্রিম কোর্টের মন্তব্যের প্রসঙ্গে এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, '২২ অগস্ট মানে আরও দুদিন সময় চেয়েছে সুপ্রিম কোর্ট। এই দুদিন আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কিন্তু তাই বলে আন্দোলন থামালে চলবে না। যতক্ষণ না অন্তিম রায় আসছে ততক্ষণ প্রতিবাদ থামালে চলবে না।'
কিন্তু কেন এই প্রতিবাদ চালিয়ে যাওয়া জরুরি? এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, 'প্রতিপক্ষকে চাপে রাখতে চাইলে আন্দোলন একমাত্র পিটি। তাই কোনও ভাবেই এই আন্দোলন থামালে চলবে না। সবাই যেমন দফায় দফায় পথে নামছেন সেইভাবেই প্রতিবাদ চালিয়ে যেতে হবে।'
মীরের সহধর্মিনী পেশায় একজন চিকিৎসক। তিনি তাই তাঁর স্ত্রী হয়ে এদিন জানিয়ে দেন চিকিৎসকরা মোটেই এত সহজে কাজে ফিরবেন না। কোথাও কেটে গেলে যেমন রক্ত আটকানোর জন্য চেপে ধরতে হয় তেমনই এখানে যতক্ষণ না সঠিক বিচার আসছে তাঁরা প্রতিবাদ চালিয়ে যাবেন বলেই স্পষ্ট করে দেন।
তবে মীর বিষয়টাকে ইতিবাচক হিসেবেই দেখছেন কারণ গোটা বিষয়টা সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে। তবে এর বেশি তিনি কিছু মন্তব্য করেননি। তবে তাঁর দৃঢ় বিশ্বাস আরজি কর কাণ্ডে কেউ একা দোষী নন। তাই তিনি দোষীদের কী শাস্তি হয় সেটাই দেখতে চাইছেন।
গায়কদের মিছিল
সঙ্গীত শিল্পীদের এই মিছিলে পা মিলিয়েছেন অন্বেষা দত্ত, মনোময় ভট্টাচার্য, পটা, মীর, অনুপম রায়, রূপম ইসলাম, লগ্নজিতা চক্রবর্তী প্রমুখ। কৌশিকী চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্যকে সামনের সারিতে দাঁড়িয়ে We want justice স্লোগান তুলতে দেখা যায়। সকলেরই হাতে ধরা ব্যাটারি চালিত মোমবাতি। ছিলেন শুভমিতা, শিলাজিৎ মজুমদার, উজ্জয়িনী, প্রমুখের মতো শিল্পীরাও। নব নালন্দা থেকে শুরু করে গোলপার্ক পর্যন্ত চলে এই মিছিল।