টানা ৩৬ ঘণ্টা ডিউটি করে ৮ অগস্ট রাতে বিশ্রাম নিতে গিয়েছিল মেয়েটি। পরদিন তাঁর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। জানা যায় কেবল নৃশংস ভাবে তাঁকে যে হত্যা করা হয়েছে সেটা নয়, করা হয়েছে ধর্ষণও। আর এই ঘটনা জানাজানি হতেই গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে অভয়ার হয়ে। বিচার চাইছে। এমন সময় সাধারণ মানুষের সঙ্গে পথে নেমেছেন তারকারাও। বাদ গেলেন না মীর আফসার আলিও। তিনি এদিন একাধিক পোস্ট করেন এই বিষয়ে।
আরও পড়ুন: 'রাত জেগে শঙ্খ থেকে জল খেয়ে...' আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে চরম ট্রোল্ড ঋতুপর্ণা-রচনা
কী লিখেছেন মীর?
মীর তাঁর একটি পোস্টে লেখেন, 'আমাদের ওই মেয়েটি ওই ভাবে চলে গিয়ে আমাদের গ্রাম, শহর, জেলা, রাজ্য, দেশ-কে এক করে দিয়ে গেল! এখানে আমাদের বলতে যারা রাজনীতি বুঝি না। ভুল লিখে থাকলে ক্ষমা করবেন।' আরেকটি পোস্টে তিনি আগামী রবিবারের একটি জমায়েত এবং মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সকলকে। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'যাঁদের সব থেকে বেশী ক্ষতি হয়েছে, এই মিছিল তাঁদের। যোগ দিন। প্রতিবাদ করুন। মুখ বন্ধ রাখবেন না।'
আরও পড়ুন: 'টিএমসি বলেই ট্রোল করা হচ্ছে', আরজি কর কাণ্ড নিয়ে পাল্টা দিলেন রচনা