হইচই ওটিটি প্লাটফর্মে এমন অনেক ওয়েব সিরিজ আছে, যার এক একটি পর্ব মুক্তি পেতে লেগে যায় কয়েক মাস। তবে ‘ইন্দু’ এমন একটি ওয়েব সিরিজ যার প্রথম পর্ব ২০২১ সালে মুক্তি পায়, দ্বিতীয় পর্ব ২০২৩ সালে। তৃতীয় পর্বের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।
‘ইন্দু’ ওয়েব সিরিজটির এক একটি পর্ব এত দেরি করে মুক্তি পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় একাধিক মিম তৈরি হয়েছে। এবার এই মিমকে সঙ্গে করেই হইচইয়ের তরফ থেকে ঘোষণা করা হল, অবশেষে শ্যুটিং শুরু হতে চলেছে ‘ইন্দু ৩’ ওয়েব সিরিজের। ঘোষণা করলেন সিরিজের অন্যতম নায়িকা মিমি দত্তও।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
হইচইয়ের তরফ থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, মানুষ AI পরিণত হয়েছে, কিছু মানুষ জীবনের শেষ সময় গুনছেন, কেউ কেউ বয়স্ক হয়ে গিয়েছেন, কেউ আবার পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু সবার মুখেই একটাই প্রশ্ন, কবে আসবে ইন্দ্র ৩?
সমাজ মাধ্যমের মিমকে সঙ্গে করেই এবার ‘ইন্দু ৩’ শ্যুটিং শুরু করার ঘোষণা করল হইচই। ক্যাপশনে লেখা, এবার পালা দিন গোনার! দিব্বি খেয়ে বলছি, এবার আসবেই। তবে শুধু হইচই-এর তরফ থেকে নয়, মিমি দত্তের তরফ থেকেও ঘোষণা করা হল সিরিজের শ্যুটিং শুরু হওয়ার।
মিমি দত্ত হাতে ‘ইন্দু ৩’ সিরিজের ছবি হাতে ঘোষণা করলেন ‘ইন্দু ৩’ সিরিজ মুক্তির। মিমি লেখেন, ‘এবার পালা দিন গোনার! দিব্বি খেয়ে বলছি, এবার আসবেই।’ ফলে বোঝাই যাচ্ছে, একেবারে জোর কদমে শুরু হয়ে গিয়েছে সিরিজ তৈরির কাজ।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
প্রসঙ্গত, এই সিরিজে অভিনয় করছেন ইশা সাহা, সৌহার্দ্য মুখোপাধ্যায়, মানালি, মনীষা দে, মানসী সিনহা, পায়েল দে, মিমি দত্ত, যুদ্ধজিৎ সরকার, সাহানা দত্ত, রোহিত সামন্ত সহ আরও অনেকে।