মিমি-অঙ্কুশের বন্ধুত্ব বহু পুরনো। সেই কেরিয়ার শুরুর সময় থেকে। এখনও অটুট সেই বন্ধুত্ব। সম্প্রতি, মিমির বাড়িতে হাজির হয়েছিলেন অঙ্কুশ। তাও আবার একটা শর্টস আর টি-শার্ট পরেই পৌঁছে যান। আর সেখানেই দেখা মিলেছিল জাদু-র। আর তখনই বিপত্তি।
‘বাবা, কী হচ্ছে রে…’, বলে জাদুকে আদর করে ডাকতেই অঙ্কুশকে দেখে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করল পোষ্যটি। উত্তেজিত জাদুকে তখন টেনে ধরে রেখে সোফায় বসেছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। অঙ্কুশ জাদুকে বলল, ‘সুন্দর দেখতে লোকজনকে পছন্দ হচ্ছে না? তোর মালকিন দেখতে ওইরকম বলে। তুই আগে এত সুন্দর লোক দেখিস নি…’। অঙ্কুশের কথা শুনে তখন ক্রমাগত ডাকতে থাকল কুকুরটি। আর তখন বন্ধুর কথাবার্তায় মিমিও অঙ্কুশের পিঠে চাপড় মারতে থাকলেন। পাশ থেকে তখন শোনা যাচ্ছিল ঐন্দ্রিলা গলাও। মিমি বললেন, ‘যে যেমন দেখতে, ও আসলে আগলি (কুৎসিত) লোকেদের পছন্দ করে না।’ নাহ এখনে কিন্তু পুরোটাই ঘটেছে মজার ছলে অঙ্কুশ বা মিমি এখনে কেউই কাউকে অপমান করেননি।
এরপর অঙ্কুশ অবশ্য নিজের ঠোঁট দুটি বাড়িয়ে দিলেন জাদুকে চুমু দেওয়ার জন্য। কুকুরটিও তখন অঙ্কুশের ঠোঁট চাটতে থাকল। মিমি বললেন, ‘মুখে যখন কামড়ে দেবে তখন বুঝবি ঠেলা…’। নাহ, জাদু অবশ্য অঙ্কুশকে কামড়ায়নি।