তারকারা সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করছেন না করছেন সেই দিকে কড়া নজর থাকে তাঁদের অনুরাগীদের। কখনও তাঁদের সেই সব পোস্ট করা ছবি বা ভিডিয়ো দেখে তাঁরা প্রশংসা করেন, কখনও আবার কটাক্ষ করতেও ছাড়েন না। এদিন ঠিক একই কাণ্ড ঘটল মিমি চক্রবর্তীর সঙ্গে। কিন্তু কী হয়েছে?
কটাক্ষের শিকার মিমি চক্রবর্তী
এদিন মিমি চক্রবর্তী তাঁর বোনঝির সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁদের পিছনে টিভিতে তুফান ছবির জনপ্রিয় গান দুষ্টু কোকিল চলছে। আর সেই গানের সুরের সঙ্গে তাল মিলিয়ে সামনে নাচ করছেন তাঁরা। গানটির হুক স্টেপ করতে দেখা যাচ্ছে তাঁদের। দুজনেরই পরনে টিশার্ট এবং শর্টস। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে।
কে কী লিখেছেন?
অনেকেরই মতে গানটির ভাষা অত্যন্ত নিম্নমানের। তাই এমন গানে একটি শিশুর সঙ্গে নাচা মোটেই মানতে পারেনি তাঁরা। এক ব্যক্তি লেখেন, 'ছি ছি একটা বাচ্চার সঙ্গে মিলে এই খারাপ লিরিক্সের গানে নাচছেন!' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আপনি মাসি নাকি অন্য কিছু?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ইশ কী বাজে গানটা! কী খারাপ লিরিক্স।'
প্রসঙ্গত মিমি চক্রবর্তীকে শেষবার ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি এই তুফান ছবিতে দেখা গিয়েছে। এখানে তাঁর বিপরীতে ছিলেন বাংলাদেশি আইডল তারকা শাকিব খান। অন্যান্য চরিত্রে নাবিলা, চঞ্চল চৌধুরী, প্রমুখকে দেখা গিয়েছে। রায়হান রাফি এই ছবিটির পরিচালনা করেছেন। বাংলাদেশ তুমুল ব্যবসা করেছে তুফান। ভারতেও মোটের উপর ভালোই সাড়া ফেলেছে মিমির নতুন ছবি।