সম্প্রতি মিকা সিং একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি নাকি বেশ দুষ্টু। শুধু তাই নয়, অসভ্যও। একবার নাকি তিনি জাভেদ আখতারের কান ধরে টান দিয়েছিলেন! কিন্তু কেন? কী ঘটেছিল তারপর?
কী জানালেন মিকা সিং?
এদিন লাল্লানটপকে দেওয়া একটি সাক্ষাৎকারে মিকা সিং জানান সাওয়ান ম্যায় লগ গয়ি আগ গানটি তাঁরই লেখা। জাভেদ আখতারের নয়। তিনি ইচ্ছে করেই এই গানের কথার ক্রেডিট বর্ষীয়ান লিরিসিস্টকে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন সেটা বললে হয়তো লোকজন বিশ্বাস করবে না যে এই গানটি আসলে তাঁরই লেখা। এই বিষয়ে মিকা সিং জানান তিনি যখন গানটির বিষয়ে লোকজনের মতামত জানতে চান সকলে গানটির লিরিক্স কে জানতে চেয়েছিল। তিনি ভেবেছিলেন তিনি যদি নিজের নাম বলেন লোকজন ব্যাপারটা সিরিয়াসলি নেবে না। বিশ্বাস করবে না। তাই তিনি সবাইকে বলেছিলেন যে তিনি জাভেদ আখতারের সাহায্য নিয়ে গানটি লিখেছেন। আর কম্পোজ করেছেন অস্কারজয়ী এ আর রহমান।
এই বিষয়টা কখনও জাভেদকে জানিয়েছেন মিকা? এই বিষয়ে গায়ক জানান বিভিন্ন শোয়ে তাঁর সঙ্গে বর্ষীয়ান লিরিসিস্টের দেখা হয়েছে। গণপত গানটি মুক্তি পাওয়ার পর একবার একটি অ্যাওয়ার্ড শোতে তিনি তাঁর এন্ট্রির সময় জাভেদ আখতারের নজর কাড়তে চান। কিন্তু শত চেষ্টার পরেও মিকাকে চিনতে পারেননি জাভেদ আখতার।
এই বিষয়ে কথা বলতে গিয়ে মিকা সিং বলেন, 'আমি টেবিল লাফিয়ে উঠি এবং ওঁর কান ধরে টান দিই। তারপর উনি পিছন ফিরে তাকাতেই ওঁর পায়ে হাত দিয়ে প্রবান করি। এবং জানাই আমি ওঁর দারুণ বড় ভক্ত। তখন উনি বলেন যাও।'
আরও পড়ুন: 'ভোজপুরি তো হবে না', ইমনের পর এবার শ্রোতার আবদার খারিজ দিব্যাণীর! 'ফুলকি'র তারিফ গর্গর