Jisshu sengupta: 'মহারাজ একী সাজে…', এবার দেবরাজ ইন্দ্রর বেশে আসছেন যিশু সেনগুপ্ত
1 মিনিটে পড়ুন Updated: 18 Mar 2023, 12:42 PM IST'শকুন্তলা'র ভূমিকায় দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে।এখানে মোহন বাবু হচ্ছেন ঋষি দুর্বাষা, অনসূয়ার চরিত্রে থাকছেন অদিতি বালান, প্রিয়মবদার চরিত্রে থাকছেন অনন্যা নাগাল্লা, গৌতমী রূপে দেখা যাবে অভিনেত্রী গৌতমীকে, কন্ব ঋষির চরিত্রে দেখা যাবে সচিন খেদেকর-কে। এছাড়াও ছবিতে অভিনয় করছেন কবীর বেদী।
দেবরাজ ইন্দ্র হয়ে আসছেন যীশু