অভিনেতা দর্শন জরিওয়ালার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মিডিয়া কর্মী এক মহিলার। তাঁর দাবি, দর্শন জরিওয়ালার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাঁদের গন্ধর্ব মতে বিয়েও হয়েছে। এমনকী এই মুহূর্তে তাঁর গর্ভে দর্শন জরিওয়ালার সন্তান রয়েছে বলেও দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, এখন তাঁদের সম্পর্ক মানতে অস্বীকার করছেন দর্শন জরিওয়ালা।
ইতিমধ্যেই হস্তক্ষেপ চেয়ে কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন সেই মহিলা। একই অভিযোগ তিনি ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন’ (CINTAA)তে জানিয়েছেন। যদিও তদন্তের স্বার্থে মহিলার পরিচয় প্রকাশ্যে আনা হয়নি।
যদিও এই মহিলা এর আগে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে বড়সড় পোস্ট দিয়েছিলেন। তখনই অনেকের নজরে এসেছিল এটি। পরে সেই পোস্ট তিনি মুছে ফেলেন বলেও জানা গিয়েছে। বিষয়টি এখন তদন্তসাপেক্ষ বলে আপাতত তাঁর নাম গোপন রাখা হয়েছে। যদিও জানা গিয়েছে, তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত।
আরও পড়ুন-সম্পর্কে মোটেও প্রেম নেই, ভিকিকে নিয়ে ভয়ানক কথা ফাঁস করলেন অঙ্কিতা!
আরও পডুন-স্বপ্নপূরণের পথে হাঁটা শুরু, 'মির্জা'র শ্যুটিংয়ের প্রথম দিনে অঙ্কুশকে আদরে ভরালেন মা, পাশে বাবাও
Cine and Artistes Association (CINTAA)-র কাছে অভিযোগকারিণীর দাবি, অভিনেতা দর্শন জরিওয়ালাকে যেন সমস্ত ধরনের অফিসিয়াল পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকী অভিনেতা সদস্যপদ কেড়ে নেওয়ারও দাবি জানানো হয়েছে।