সারেগামাপার মঞ্চে পারফর্ম করা একটি পারফরমেন্সের ভিডিয়ো এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ময়ূরী দরানী। সেখানে তাঁকে জোজোর সঙ্গে ফসিলসের দুটো গান গাইতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়। এই গানের সঙ্গে তাঁর জড়িয়ে থাকা আবেগের কথাও লেখেন। এবার সেই পোস্টের প্রতিক্রিয়া দিলেন খোদ বাংলার রকস্টার।
আরও পড়ুন: 'একটা আস্ত অস্কার স্পিচ তৈরি করে ফেলেছিলাম', বিনোদিনী নিয়ে কেন এমন বললেন রুক্মিণী?
কী পোস্ট করলেন ময়ূরী?
ময়ূরী এদিন যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে তাঁকে ফসিলসের একলা ঘর গানটি গাইতে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে এদিন পারফর্ম করেন এবারের অন্যটক বিচারক জোজো মুখোপাধ্যায়। তিনি গান নীল রঙ গানটি। তাঁদের দুজনের এই গান শুনে এতটাই অভিভূত হয়ে যান বিচারকরা যে ময়ূরী গোল্ডেন গিটার তো পানই, সঙ্গে ইমন চক্রবর্তী সহ অন্যান্য বিচারকদের রীতিমত হেডব্যাং করে এই পারফরমেন্স উপভোগ করতে দেখা যায়।
এদিন ময়ূরী তাঁর সারেগামাপায়ের এই পারফরমেন্সের ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'হ্যাঁ আমার জীবনেও একটা জীবাশ্ম (fossil) আছে। অতীতকে ভুলে বর্তমান নিয়ে থাকা একটা সংগ্রাম, সেই সংগ্রামে সাহায্য নিয়েছি আমি একটা মানুষের, যে মানুষটার গান লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার কারণ! সেই মানুষটা আমার কাছে শুধুমাত্র একজন শিল্পী নয়, আমার কাছে একটা গোটা সাহিত্য! প্রচণ্ড নেতিবাচক চিন্তা যখন মাথার সব কটা তার নাড়িয়ে দেয়, তখন একমাত্র ভরসা রূপম ইসলাম, এই মানুষটা। জীবনে এত ঝড় যাওয়ার পর প্রত্যেকের কান্না পায়, সবাই কাঁদে চোখ থেকে জল ঝড়িয়ে,আর আমি কাঁদি এভাবে! তুমি সুস্থ থেকো, ভালো থেকো! জয় রক।'
আরও পড়ুন: রুক্মিণীর বিনোদিনীকে 'ঠেকাতে' ইচ্ছে করে পাল্টা বিনোদিনী ঘোষণা করেছেন সৃজিত? বোমা ফাটালেন কুণাল
কী লিখেছেন রূপম ইসলাম?
রূপম ইসলাম এদিন ময়ূরীর এই পোস্ট শেয়ার করেন। সঙ্গে লেখেন, 'আমি আপ্লুত এই পারফর্মেন্স দেখে। বারবার দেখবার এবং শোনবার মতো। গায়িকা ময়ূরী দরানী, আমি যাঁর বিশেষ অনুরাগী সেই জোজো মুখোপাধ্যায় এবং সমস্ত কলাকুশলীদের আমার নমস্কার এবং প্রণাম। সব বিচারক এবং দর্শকমন্ডলীরও এই দুটি গানের পরিবেশন ভাল লেগেছে দেখে ভীষণ ভাল লাগল। আমি তো এতটা সম্মানপ্রাপ্তির যোগ্য নই। তবুও যাঁরা আমার/ আমাদের কাজকে মনে রাখলেন, ভালোবাসা দিলেন, তাঁদের যাদুস্পর্শে উন্নত এবং চিরকালীন করলেন তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল।'