২০২২ সালে ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবির মাধ্যমে বলিউডে পদার্পণ করেছিলেন অভিনেত্রী মানুষী চিল্লার। প্রথম ছবিতেই অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। ২০২৪ সালের ফের ‘বড়ে মিয়া ছোট মিয়া’ সিনেমাতেও অক্ষয়ের বিপরীতে অভিনয় করেন তিনি। কেরিয়ারের প্রথম থেকেই এত ভালো সুযোগ পাওয়া সত্ত্বেও এখনও অভিনয় নিয়ে ভয় পান অভিনেত্রী। সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে সেই বিষয় নিয়েই কথা বললেন তিনি।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, বলিউডে আসার পর কীভাবে সব কিছু নতুনভাবে শিখতে হয়েছিল তাঁকে। ক্যামেরার সামনে জড়তা কাটানোই তাঁর অন্যতম চ্যালেঞ্জ ছিল বলে মনে করেন তিনি। মিস ওয়ার্ল্ড হওয়ার পর অভিনয় জগতে প্রবেশ করার জন্য ফের আরও একবার ছাত্রী হতে হয়েছিল তাঁকে।
আরও পড়ুন: কালো পোশাকে র্যাম্পে হাঁটলেন জাহ্নবী, ক্ষুব্ধ নেটিজেনরা! কেন?
আরও পড়ুন: একদম মানায়নি, 'কেশরি চ্যাপ্টার ২'-তে অনন্যার পরিবর্তে কাকে দেখতে চাইলেন দর্শকরা?
মানুষী চিল্লার বলেন, ‘আমার কাছে অভিনেত্রী হওয়া একটা বড় চ্যালেঞ্জ ছিল। ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড জেতার পর যখন আমি বলিউডে কাজ করার শুরু করি, তখন প্রথম থেকেই সবকিছু শিখতে হয়েছিল আমাকে। একজন ছাত্রী হিসেবেই সব কিছু শেখাই ছিল আমার কাছে বড় চ্যালেঞ্জ।’
অভিনেত্রী বলেন, ‘চিরকাল আমি একজন ভালো ছাত্রী ছিলাম তাই খুব তাড়াতাড়ি সবকিছু শিখে গিয়েছিলাম। অভিনয় জগতের সমস্ত নিয়ম শৃঙ্খলা খুব তাড়াতাড়ি রপ্ত করতে পেরেছিলাম আমি। তবে এখনও একটা জিনিস আমার রপ্ত করা হয়নি তা হল ক্যামেরার সামনে ইমোশনাল দৃশ্যে অভিনয় করা।’
তিনি বলেন, ‘ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করা একরকম কিন্তু সেই চরিত্রে পুরোপুরি নিজেকে নিমজ্জিত করা অন্যরকম। তবে আমি সব সময় চেষ্টা করছি নিজের বেস্ট দেওয়ার। অনেকটা জড়তা কাটিয়ে উঠতে পেরেছি। তবে এখনও অনেকটা পথ বাকি।’
আরও পড়ুন: শ্রীলীলার সঙ্গে আদুরে পোস্ট কার্তিকের, তবে কী এবার দক্ষিণের জামাই হবেন তিনি?
আরও পড়ুন: 'ওর লাইফ তো সেট...', আলিয়াকে ঈর্ষা করতেন তাঁরই এক কাছের মানুষ, জানেন তিনি কে?
অভিনেত্রীর কথায়, ‘মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স জেতার পর যারা অভিনয় জগতে এসেছেন, তাঁরা প্রত্যেকে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটি প্রত্যাশা কাজ করে। আমিও এই প্রত্যাশাকে আমার ক্ষেত্রেও ইতিবাচক শক্তি বলেই মনে করি। আপনার চেষ্টা করি মানুষের সেই চাহিদা পূরণ করার। কঠোর পরিশ্রম করে একজন ভালো অভিনেত্রী হওয়াই এখন আমার মূল লক্ষ্য।’