রিয়েলিটি শোয়ের বিজয়ী ছিলেন তিনি। অল ইন্ডিয়া রেডিয়োর গ্রেড এ শিল্পীও বটে। তবুও সোশ্যাল মিডিয়া এবং ছাত্র ছাত্রীদের সঙ্গেই সময় কাটে তাঁর। প্রচারের আলো থেকে ঢের দূরে তিনি। একই রিয়েলিটি শো থেকে বিজয়ী হয়ে জয়তী চক্রবর্তী, শুভমিতা বন্দ্যোপাধ্যায়রা খ্যাতির শীর্ষে। কিন্তু তিনি কেন দূরে থাকলেন?
আরও পড়ুন: বিশ্বজুড়ে ৪০০ কোটি আয়ের পর এবার দেশেও ২৫০ কোটির গণ্ডি পার ভুল ভুলাইয়া ৩ -র! কী হাল সিংঘম এগেনের?
কী জানালেন মানসী?
এদিন তিনি বেঙ্গলি মিউজিক ডিরেক্টরিকে সাক্ষাৎকার দিয়ে লাইমলাইট থেকে দূরে থাকার প্রসঙ্গে জানিয়েছেন, 'এখন যারা রিয়েলিটি শো থেকে উঠছে কদিন পর তাঁদের সেই গলাটা আর থাকছে না। আমার কিন্তু সেই ছোটবেলার গলাটাই আছে। ধৈর্যটা আছে। কোথায় থামতে হবে আমি জানি। আর বেশি লোড নিতে পারব না, তাহলে আমার গলা নষ্ট হয়ে যাবে।'
আরও পড়ুন: প্রারব্ধি অতীত! সৌরের গলায় মালা অস্মিতার! বিয়ের ছবি পোস্ট করেই অভিনেতা লিখলেন, 'হয়ে গেল...'
কিন্তু এদিকে যখন শুভমিতা, জয়তীরা খ্যাতি পাচ্ছেন, বিভিন্ন শো, টিভিতে গাইছেন তখন খারাপ লাগে না তাঁর? এই বিষয়ে মানসী ঘোষ দস্তিদারের স্পষ্ট কথা, 'মন খারাপ হয়। স্থানীয় লোকেরা আমার গান শোনে। কিন্তু ভাবে যে শুভমিতা বা জয়তীরা আমার থেকে ভালো গায়। ভালো গায়, মন্দ গায় পরের কথা। কিন্তু সবাই যে এক লেভেলের এটা বোঝে না। যাঁরা রিয়েলিটি শোতে যায়, প্রথম ২০ জন একই লেভেলের হয়। যে যেদিন আউট হয়, সে সেদিন হয় একটু কম ভালো গায় অন্যদের থেকে। কিন্তু লেভেল সবার এক।'
সোশ্যাল মিডিয়ায় তিনি এখন দারুণ জনপ্রিয়। নির্ঝর একটি পেজও আছে তাঁর। তাহলে রেকর্ডিং কেন নয়? এই বিষয়ে গায়িকা জানিয়েছেন, 'স্টুডিও রেকর্ডিং অনেক ঝামেলার। ব্যয় এবং সময় সাপেক্ষ। আগে তৈরি হওয়া জরুরি, তাহলে সব জায়গায় গাওয়া যাবে।'